অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

ব্যক্তি একা কিছু করতে পারেনা, প্রয়োজন সম্মিলিত উদ্যোগ : ড. অনুপম সেন।

0

15320435_381859802153395_1000046242_n

প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপচার্য ও সমাজ বিজ্ঞানী ড.অনুপম সেন বলেছেন, সমাজের শক্তি ব্যক্তির মধ্যে, ব্যক্তি একা কিছু করতে পারেনা, প্রয়োজন সম্মিলিত উদ্যোগ।

তিনি গত সোমবার সম্মিলিত সামাজিক সংগঠন পরিষদ, চট্টগ্রাম এর অভিষেক ও বিশ্ব সেচ্ছাসেবী দিবস উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ।

নগরীর একে খাঁন স্মৃতি মিলনায়তনে কেক কাটা,সেচ্ছাসেবী সম্মাননা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পরিষদ এর উপদেষ্ঠা মাহবুব আলম বাবলুর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন এর সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর জেসমিন পারভিন জেসি, কলামিষ্ট অধ্যাপক মাসুম চৌধুরী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক রেজাউল করিম,বিজিসি ট্রাষ্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মিনহাজ হোসাইন, পরিষদ এর আহবায়ক মো. এহসান, এম.এইচ.স্বপন, খন্দকার মোহাম্মদ হালিম, সেচ্চাসেবক এস.এম.কামরুল হাসান,সংগঠক নোমান উল্লাহ বাহার, শওকত মুরাদ,বায়েজিদ সাগর, সাকিব সাখাওয়াত, শরিফুল ইসলাম, ইসমাইল অভি, মুনীর হোসাইন, বখতেয়ার হোসেন, শাকিল মাহমুদ, বশির আহমেদ, মো.মিনহাজ, শামশুজ্জোহা পলাশ, মেহবুব আলী ও মুন্না চৌধুরী প্রমুখ। এবারের সেচ্ছাসেবী দিবসের বিশেষ সম্মাননা পেয়েছেন সাইফুল ইসলাম নেছার ও এস এম কামরুল হাসান পিপিএম।

15320245_381859908820051_1216416219_n