অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

চট্টগ্রামে সপ্তাহব্যাপী ফার্নিচার মেলার উদ্বোধন

0
furniture-mela-udbodon-news-7-pic-1
.

চট্টগ্রাম মহানগরীর জিইসি কনভেনেশন হলে উদ্বোধন করা হয়েছে সপ্তাহব্যাপী ফার্নিচার মেলার। সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন বুধবার সন্ধ্যায় বেলুন উড়িয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

 ফার্নিচার শিল্প বিকাশের লক্ষ্যে বাংলাদেশ ফার্নিচার শিল্প মালিক সমিতি আয়োজনে ৮ম বারের মত এ ফার্নিচার অনুষ্ঠিত হচ্ছে। আগামীকাল বৃহস্পতিবার সকাল থেকে মেলা সর্ব সাধারণের জন্য উন্মুক্ত করা হবে।

মেলা চলবে আগামী ১৩ ডিসেম্বর পর্যন্ত। এবার মেলায় দেশীয় ৪০টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে। মেলা উপলক্ষে অংশগ্রহণকারী ফার্নিচার প্রতিষ্ঠানগুলো ঘোষণা করা হয়েছে আর্কষণীয় ডিসকাউন্ট। নগরবাসী সকাল ১০টা রাত ৯ টা পর্যন্ত এই মেলা পরিদর্শন করতে পারবেন।

ফার্নিচার শিল্প মালিক সমিতির সভাপতি এস এম নুরু উদ্দিন জানান, আমদানী নির্ভর ফার্নিচার শিল্পকে রপ্তানীমুখী শিল্পে পরিণত করার লক্ষ্যে ৮ম ফার্নিচার মেলার আয়োজন করা হচ্ছে, ফার্নিচার শিল্প বিকাশে এ মেলার গুরুত্ব রয়েছে।

furniture-mela-udbodon-news
.

উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম চেম্বার অব কমার্স এর পরিচালক অহিদ সিরাজ চৌধুরী স্বপন, বাংলাদেশ ফার্নিচার শিল্প মালিক সমিতির চেয়ারম্যান সেলিম এইচ রহমান, অতিথি ছিলেন কমিশনার কাস্টম এক্সসাইজ এন্ড কমিশনারেট সৈয়দ গোলাম কিবরিয়া, চিটাগাং ইভেন্টস্ এর চেয়ারম্যান মো: সাহাব উদ্দিন, বাংলাদেশ ফার্নিচার শিল্প মালিক সমিতির মহাসচিব ইলিয়াছ সরকার, চট্টগ্রাম বিভাগের সভাপতি সৈয়দ এ.এস.এম. নুর উদ্দিন, সাধারণ সম্পাদক এম.এন. আজম খান, মেলা কমিটির আহ্বায়ক মাকসুদুর রহমান, সমিতির সিনিয়র সহ-সভাপতি এ.এম. নাছের, সাইফুদ্দিন দুলাল, হাজী মো: জসিম উদ্দিন, সৈয়দুর রহমান আজিজ, এক্সেস রোড ইউনিট সভাপতি মো: সাইফুদ্দিন চৌধুরী দুলাল, সাধারণ সম্পাদক শাহীনুল হক টুটু, আসকারদীঘি ইউনিট সভাপতি সৈয়দ আই.এম. ইফতেখার উদ্দিন, সাধারণ সম্পাদক মো: নাজের, পাঠানটুলী ইউনিট সভাপতি নুরুল আজম খান, সাধারণ সম্পাদক মো: ইব্রাহিম, বলির হাট ইউনিট সভাপতি হাজী মো: জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক মো: মনসুর আলম, দেওয়ান বাজার ইউনিট সভাপতি শামসুল আলম, সাধারণ সম্পাদক সৈয়দুর রহমান আজিজ, মেলা কমিটির চীফ কো-অডিনেটর মো: মনজুরুল ইসলাম রায়হান, একাউন্টস এক্সিকিউটিভ চিটাগাং ইভেন্টস ইফফাত জাহান মুন, ইভেন্টস্ কর্মকর্তা মো: রাসেল, মো: শাহীন, অভি বড়ুয়া, মো: ইরফান, মেহেদী হাসান ফারুকী প্রমুখ।