অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

অ্যাম্বুলেন্সে করে পাচারকালে সীতাকুণ্ডে ২২ হাজার ইয়াবা ও ১০ কেজি গাঁজা উদ্ধার

0
.

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের সীতাকুণ্ডে র‌্যাবের মাদক বিরোধী অভিযানে ২২ হাজার তিনশত ৬০ পিস ইয়াবা এবং ১০ কেজি গাঁজাসহ তিনজনকে আটক করেছে।

আজ বুধবার সকাল পৌনে ১০ টার সময় উপজেলার ভাটিয়ারী এলাকায় মহাসড়কে একটি অ্যাম্বুলেন্স দাড়ঁ করিয়ে তল্লাশীকালে র‌্যাব সদস্যরা সহিদ সোহেল (৪৫) ও শিমুল (২৩) কে আটক করে। তাদের দুইজনের কাছে ২২ হাজার তিনশ ৬০ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।

এসময় পাচার কাজে ব্যবহৃত অ্যাম্বুলেন্সটি জব্দ করা হয়।

একই দিন আনোয়ার হোসেন (৩২) নামের এক যুবককে আটক করে তার কাছে ১০ কেজি গাঁজা পাওয়া যায়। উদ্ধারকৃত ইয়াবার মূল্য ৬৭ লক্ষ টাকা।

বলে র‌্যাব জানায়, ইয়াবাসহ আটককৃত সোহেল সদরঘাট থানার মতিয়ারপুলস্থ কুমারীর ঘাট পুকুর লেন এলাকার মৃত রফিক আহমেদের ছেলে ও শিমুল কক্সবাজার জেলার টেকনাফ থানার নাইক্ষ্যংখালীর মৃত আবুল কাসেমের ছেলে। এছাড়া  গাঁজাসহ আটক আনোয়ার সাদেক কক্সবাজারের টেকনাফ থানার লেদা গ্রামের মাসুদ আলমের ছেলে।

র‌্যাব-৭ আটককৃত তিনজনকে ইয়াবা ও গাঁজাসহ সীতাকুণ্ড থানায় হস্তান্তর করেছে।

এব্যাপারে সীতাকুণ্ড মডেল থানার ওসি (তদন্ত) সুমন বনিক বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।