অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

চট্টগ্রাম বন্দরে দুই কন্টেইনার বিদেশী সিগারেট জব্দ

0
ফাইল ছবি।

চট্টগ্রাম বন্দর দিয়ে মিথ্যা ঘোষণায় আনা দুই কনটেইনার বিদেশি সিগারেট আটক করা হয়েছে। ‘ডায়েড ওভেন কটন ফেব্রিক্স’ ঘোষণায় কুমিল্লা ইপিজেডের বাংলাদেশ টেক্সটাইল অ্যান্ড কেমিক্যাল ফাইবার লিমিটেডের নামে চীন থেকে চালানটি বন্দরে আসে।

আজ বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ তথ্য জানান চট্টগ্রাম কাস্টম হাউসের এআইআর শাখার সহকারী কমিশনার মো. রেজাউল করিম।

তিনি বলেন, কন্টেইনার দুটি খুলে শতভাগ কায়িক পরীক্ষা চলছে। চালানটিতে ৪১০ কেজি ফেব্রিক্স ও ১০ টন এক্সেসরিজ আনার ঘোষণা দেয়া হয়। গোপন সংবাদের ভিত্তিতে চালানটি আটক করা হয়। বন্দরের ১ নম্বর ইয়ার্ডে ২০ ফুট দীর্ঘ কনটেইনার দুইটি খোলা হয়। চালানটি খালাসের দায়িত্বে ছিল চট্টগ্রামের হালিশহরের সিঅ্যান্ডএফ এজেন্ট আলমগীর অ্যান্ড সন্স লিমিটেড।

কন্টেইনার দুটিতে বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের সিগারেট পাওয়া যাচ্ছে। সন্ধ্যা ৭টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত যাচাই-বাছাই চলছিল।