অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

বড়পুকুরিয়া কলয়াখনি শ্রমিকদের কর্মবিরতি কর্মসূচি

0

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধিঃ

barapukuria-kayla-khoni-sramikder-karmo-birotir-ultimatum-08-12-2016
.

দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনিতে তৃতীয় পক্ষের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত কর্মরত শ্রমিকদের চাকরি স্থায়ীকরণের দাবিতে বড়পুকুরিয়া কলয়াখনি শ্রমিক ও কর্মচারি ইউনিয়নের পক্ষ থেকে আগামী ১৪ ডিসেম্বর থেকে কর্মবিরতির  কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (০৮ ডিসেম্বর)  বড়পুকুরিয়া কলয়াখনি গেটে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি রবিউল ইসলাম রবি এ আল্টিমেটাম দেন।।

ঘোষিত আল্টিমেটামের মধ্যে রয়েছে আগামী ১৩ ডিসেম্বরের মধ্যে তৃতীয় পক্ষের মধ্যমে কর্মরত ১হাজার ২০০ শ্রমিক ও কর্মচারিদের চাকরি স্থায়ীকরণ করা না হলে আগামী ১৪ ডিসেম্বর থেকে কর্মবিরতি পালন করা হবে। এতে খনি উৎপাদন ও উন্নয়ন কাজ ব্যাহত হলে এর দায়দায়িত্ব খনি কর্তৃপক্ষকে নিতে হবে।

সংবাদ সম্মেলনে প্রধান অতিথি বক্তব্য রাখেন, সংগঠনের উপদেষ্টা সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি হাফিজুল ইসলাম প্রামাণিক, সংগঠনের সাধারণ সম্পাদক আবু সুফিয়ান, সাবেক সভাপতি ওয়াজেদ আলী, সাবেক সাধারণ সম্পাদক নূর ইসলাম, শ্রমিক নেতা জাকির হোসেন, এরশাদ আলী, রাহেনুল ইসলাম, শাহিনুর রহমান প্রমূখ।