অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

চট্টগ্রামে শনিবার মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতবিনিময়সভা

0
.

চট্টগ্রাম মহানগর বিএনপি’র আহবায়ক ডা. শাহাদাত হোসেন বলেছেন, আগামী শনিবার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর সাথে চট্টগ্রাম মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের সাথে মতবিনিময় সভা সফল করুন। আমরা শান্তিপূর্ণভাবে চট্টগ্রাম মহানগর বিএনপি’র মতবিনিময় সভা সম্পন্ন করতে চাই। অতীতেও আমরা শান্তিপূর্ণভাবে সভা-সমাবেশ করেছি। প্রশাসন এবারও আমাদের সহযোগিতা করবে। আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। সরকার জনগণের মত প্রকাশের সকল অধিকার কেড়ে নিয়েছে। ভোটের অধিকার হরণ করেছে, গণতান্ত্রিক সকল অধিকার থেকে দেশের মানুষকে বঞ্চিত করেছে। তারা আবারও ক্ষমতায় টিকে থাকতে বিভিন্ন অপকৌশল গ্রহণ করছে। কিন্তু এবার কোন অপকৌশলে কাজ হবে না। জনগণ এই সরকারের অপকৌশলের দাঁতভাঙ্গা জবাব দিবে।

তিনি আজ ১৩ অক্টোবর বুধবার বিকালে দলীয় কার্যালয় নাসিমন ভবন মাঠে অনুষ্ঠিত প্রস্তুতি সভায়

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর সাথে চট্টগ্রাম মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের সাথে মতবিনিময় সভা সফল করার লক্ষ্যে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় সভাপতির বক্তব্যে এ কথা বলেন।

আগামী শনিবার কাজীর দেউড়িস্থ অ্যাপোলো শপিং কমপ্লেক্সের চতুর্থ তলায় টাইমস কমিউনিটি সেন্টারে চট্টগ্রাম মহানগর বিএনপি’র সাথে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতবিনিময় অনুষ্ঠিত হবে।

প্রস্তুতি সভা ডা.শাহাদাত হোসেন আরো বলেন,জনগণ এখন দিশেহারা। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য লাগাম সরকার ধরে রাখতে পারে নাই। সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। জনগণের সরকার না থাকার কারণে আজ দেশের এ অবস্থা। দায়বদ্ধতা হীন ভাবেই দেশ চলছে। দুর্নীতির মধ্যে নিমজ্জিত হয়েছে দেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো। এ থেকে উত্তরণের একটাই পথ একটি গণতান্ত্রিক সরকার। যতদিন পর্যন্ত দেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হবে না, ততদিন পর্যন্ত দেশে সুশাসন প্রতিষ্ঠা হবে না, দুর্নীতি বন্ধ হবে না।

সভায় বক্তব্য রাখেন, চট্টগ্রাম মহানগর বিএন‌পির সদস‌্য স‌চিব আবুল হা‌শেম বক্কর, দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আবু সুফিয়ান,

চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য মো. কামরুল ইসলামের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএন‌পির আহবায়ক ক‌মি‌টির সি‌. যুগ্ম আহবায়ক আলহাজ্ব এম এ আ‌জিজ, যুগ্ম আহবায়ক মোহাম্মদ মিয়া ভোলা, এস এম সাইফুল আলম, শ‌ফিকুর রহমান স্বপন, ইয়া‌ছিন চৌধুরী লিটন, মো. শাহ আলম, ইস্কান্দার মির্জা, আবুল মান্নান, আহবায়ক কমিটির সদস‌্য জয়নাল আ‌বে‌দিন জিয়া, হারুন জামান, মাহাবুব আলম, অধ‌্যাপক নরুল আলম রাজু, ইকবাল চৌধুরী, এস এম আবুল ফ‌য়েজ, আর ইউ চৌধুরী শাহীন, জাহাঙ্গীর আলম দুলাল, আবুল হা‌শেম, আ‌নোয়ার হো‌সেন লিপু, গাজী সিরাজ উল্লাহ, থানা বিএন‌পির সভাপ‌তি মনজুর রহমান চৌধুরী, মামুনুল ইসলাম হুমায়ুন, মোশারফ হো‌মেন ডেপ‌টি, মো. সালাউদ্দীন মো. আজম, আবদুল্লাহ আল হারুন, মো. সেকান্দর, এম আই চৌধুরী মামুন প্রমুখ।