অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

হিন্দুদের ওপর হামলা বন্ধ করা প্রয়োজন: জাতিসংঘ

0
.

সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘৃণা ছড়িয়ে বাংলাদেশে সম্প্রতি হিন্দুদের ওপর হামলা সংবিধানের মূল্যবোধ পরিপন্থী এবং তা বন্ধ করা প্রয়োজন বলে জানিয়েছেন বাংলাদেশের জাতিসংঘের আবাসিক সময়ন্বক মিয়া সেপ্পো।

তিনি বলেন, ‘আমরা সরকারকে বলবো সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিত করুন এবং একটি নিরপেক্ষ তদন্ত করুন।’

এক টুইট বার্তায় বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক সহিষ্ণুতা শক্তিশালী করতে সকলকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান মিয়া সেপ্পো।

কুমিল্লার একটি পূজামণ্ডপে পবিত্র কোরআন অবমাননার ঘটনার পর দেশের বিভিন্ন জায়গায় সহিংসতা ছড়িয়ে পড়ে। এরপর যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে ২০ জেলায় আধা সামরিক বাহিনী মোতায়েন করে সরকার।