অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

চট্টগ্রামে পালিত হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:)

0
.

হামদ-নাত আর দরুদ আর ব্যাপক উৎসাহ উদ্দীপনায় লাখো মুসল্লিার অংশগ্রহণ চট্টগ্রামে পালিত হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:)। এ উপলক্ষে আজ বুধবার সকাল পৌনে ৯টায় আল্লামা পীর সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ (মজিআ) এর নেতৃত্বে মুরাদপুর আলমগীর খানকাহ্-এ-কাদেরিয়া সৈয়্যদিয়া তৈয়্যবিয়া থেকে বের হয় ঐতিহ্যবাহী জশনে জুলুস। হামদ-নাত আর দরুদে মুখর পরিবেশে চট্টগ্রামে অনুষ্ঠিত হলো

.

জশনে জুলুসটি জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা সংলগ্ন সড়ক হয়ে বিবিরহাট, মুরাদপুর, ২ নম্বর গেট ঘুরে পুনরায় মুরাদপুর বিবিরহাট প্রদক্ষিণ করে জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসা সংলগ্ন জুলুস ময়দানে এসে শেষ হয়। পরে করোনামুক্তি ও বিশ্বশান্তির জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হবে।

এদিকে জুলুসকে কেন্দ্র নগরীতে বিশেষ নিরাপত্তা বলয় তৈরী করেছে প্রশাসন।কোন ধরণের অপ্রিতিকর ঘটনা এড়াতে নগরীর বিভিন্ন পয়েন্টে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। এছাড়া সাদা পোশাকে নজরদারী করছে ডিবি পুলিশসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থা।