অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

ফেসবুক প্রতিষ্ঠানের নতুন নাম ‘মেটা’

0
.

বিশ্বব্যাপীী সামাজিক যোগযোগ মাধ্যমের সবচেয়ে বড় এবং পরিচিত সাইট ফেসবুক প্রতিষ্ঠানের নাম পরিরবর্তন করা হয়েছে। নতুন নাম দেয়া হয়েছে Meta ‘মেটা’।

বেশ কয়েকদিন ধরেই শোনা যাচ্ছিল নাম বদল করে নতুন রূপে আসতে পারে বিখ্যাত এই সোশ্যাল নেটওয়ার্কিং সাইট। এইদিন সেই তত্বেই কার্যত শিলমোহর দিলেন মার্ক জাকারবার্গ।

ফেসবুক প্রতিষ্ঠাতা ও ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ আজ বৃহস্পতিবার রাতে অনুষ্ঠিত এক মিটিংয়ে ফেসবুক প্রতিষ্ঠানের নতুন নাম ঘোষণা করেন। খবর দ্য সানের।

গত সপ্তাহে ফেসবুক তাদের নাম পরিবর্তনের ঘোষণা দেয়। তবে সেখানে নতুন কি নাম হবে তা উল্লেখ করা হয়নি। আলোচনায় ছিল বেশ কয়েকটি নাম।

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের স্থানীয় সময় রাত ১০টায় এক সভা অনুষ্ঠিত হয় সেই সভায় প্রতিষ্ঠানের নতুন নাম ঘোষণা করা হয় মেটা