অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

চট্টগ্রামে অনুষ্ঠিত হল ইসলামিক ক্যালিগ্রাফি প্রদর্শনী

0
.

চট্টগ্রামের আন্দরকিল্লাহ শাহী জামে মসজিদ চত্বরে অনুষ্ঠিত হয়েছে ইসলামিক ক্যালিগ্রাফি প্রদর্শনী। আজ শুক্রবার জুমার নামাজ শেষে প্রদর্শনীর উদ্বোধন করেন কাচেব (ক্যালিগ্রাফার) ইলিয়াছ ওসমানী।

মধু গবেষণা প্রতিষ্ঠান আলওয়ান’র উদ্যোগে আয়োজিত প্রদর্শনীতে বিভিন্ন কাঠের ফ্রেমে শিল্পীর হাতের আঁচড়ে আরবি হরফকে বিশেষভাবে ফুটিয়ে তোলা হয় ক্যালিওগ্রাফিতে। এতে ইসলামের নিপুণ নান্দনিকতা ও শিল্প সৌন্দর্য উজ্জ্বলভাবে ফুটে ওঠে।

.

আলওয়ানের কর্ণধার ও মধু গবেষক মইনুল আনোয়ার জানান, সম্প্রতি পবিত্র কা’বা শরীফের গিলাফের মনোমুগ্ধকর ক্যালিগ্রাফির জন্য সৌদি সরকার নাগরিকত্ব দিয়েছেন বাংলাদেশী হস্তলিপিকার হাফেজ মুখতার আলম সিকদারকে। দেশে ইসলামিক ক্যালিগ্রাফি চর্চা করে থাকেন এমন অনেকেই নিজেদের মেধার স্বাক্ষর রাখতে পারেন আন্তর্জাতিক পরিমন্ডলে। আজকের প্রদর্শনীতে মধু ও সুন্দরবনের জীববৈচিত্র্য ফুটিয়ে তোলা হয়েছে।