অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

চট্টগ্রামে শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত

0
screenshot_12
বুদ্ধিজীবি দিবসে চট্টগ্রাম প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়নের শ্রদ্ধা।

শহীদ বুদ্ধিজীবী দিবসে চট্টগ্রামের বধ্যভূমির স্মৃতিসৌধ এবং এবং চট্টগ্রাম শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেছেন মুক্তিযোদ্ধা, আওয়ামীলীগ, ছাত্রলীগ, বাসদ,সাংবাদিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। শহীদ বৃদ্ধিজীবিদের শ্রদ্ধা জানিয়েছেন সাধারণ মানুষও।

আজ বুধবার সকালে বুদ্ধিজীবি স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন সিটি মেয়র আ.জ.ম নাছির উদ্দিন। এসময় মুক্তিযোদ্ধার সন্তানসহ ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে আসা বিভিন্ন সংগঠকরা বলেন মুক্তিযুদ্ধ সম্পর্কে তরুন প্রজম্মকে সঠিক ধারণা দিতে মুক্তিযোদ্ধাদের এগিয়ে আসা দরকার।

একই সাথে সাম্প্রদায়িক হামলা বন্ধসহ রাজাকারদের বিচারের দাবি জানান তাঁরা।

এদিকে শহীদ বুদ্ধিজীবী দিবসের প্রথম প্রহরে নগরীর কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেছেন চট্টগ্রামের সাংবাদিক নেতারা। বুধবার রাত ১২টা ১ মিনিটে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তারা।

এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি কলিম সরোয়ার, বিএফইউজের সহসভাপতি শহীদ উল আলম, সিইউজের সাবেক সভাপতি অঞ্জনসহ অন্যরা।