অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

সীতাকুণ্ডে ট্রাক ও সিএনজি সংঘর্ষে চালক নিহত, আহত ৪

0
.

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি:

জেলার সীতাকুণ্ডের কুমিরায় ট্রাক ও সিএনজি চালিত অটোরিক্সার সংঘর্ষে মোঃ জুয়েল (২৮) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৪ যাত্রী।নিহত জুয়েল সিএনজি চালক ছিলেন।

গতকাল (২ ডিসেম্বর) বৃহস্পতিবার রাত পৌনে ৯টার দিকে উপজেলার সুলতানা মন্দির এলাকার ইলিয়াস পেট্রোল পাম্প এর সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত চালক মোঃ জুয়েল উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের উত্তর বাঁশবাড়িয়া গ্রামের বাসিন্দা।

আহতরা হলেন- মানিক (২৬),কাজী মইনুল ইসলাম (২৫), নুরুল ইসলাম (২৪) সাগর (২৫)। তারা হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সুলতানা মন্দির এলাকায় বেপরোয়া গতিতে আসা একটি দ্রুতগামী ট্রাক সিএনজি চালিত অটোরিক্সাকে ধাক্কা দেয়। এসময় সিএনজি অটোরিক্সাটি ধুমড়ে মুচড়ে সড়ক থেকে ছিটকে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই চালক জুয়েলের মৃত্যু ঘটে এবং গুরুতর আহত হয় আরো ৪ যাত্রী।

খবর পেয়ে কুমিরা ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থল থেকে ৪জনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে।

কুমিরা ফায়ার সার্ভিসের স্টেশনের সেকেন্ড অফিসার মোঃ ফিরোজ মিয়া বলেন, এ ঘটনায় এক ব্যক্তি নিহত হয়েছেন এবং গুরুতর আহত অবস্থায় ৪জনকে আমরা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে।