অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

বিজয় দিবসে নেভালে যুদ্ধ জাহাজ দেখতে হাজারো মানুষের ভীড়

1
সকাল থেকে হাজারো নারী পুরুষ নৌ বাহিনীর যুদ্ধ জাহাজ দেখতে ভীড় করেন। ছবি: নৌ বাহিনী প্রেরিত

মহান বিজয় দিবসে দিনভর সর্বসাধারণের জন্য উম্মুক্ত করা হয় নৌ বাহিনীর যুদ্ধ জাহাজ বানৌজা আবু বকর। চট্টগ্রাম নেভাল বার্থে সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত হাজার হাজার নারী পুরুষ শিশু কিশোর যুদ্ধজাহাজটি ঘুরে দেখেন। এবং বিভিন্ন স্কুল ও কলেজের ছাত্র-ছাত্রীসহ বিপুল সংখ্যক স্থানীয় জনগণ জাহাজ পরিদর্শন করেন।

নৌবাহিনীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়,যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে চট্টগ্রাম নৌ অঞ্চলে মহান বিজয় দিবস-২০১৬ পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে আজ শুক্রবার বাদ ফজর সকল মসজিদে স্বাধীনতা যুদ্ধে শাহাদাত বরণকারী বীর মুক্তিযাদ্ধাদের আত্মার মাগফেরাত, দেশের শান্তি, সমৃদ্ধি ও উন্নতি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। দিবসটির তাৎপর্য তুলে ধরে সকালে চট্টগ্রাম নৌ অঞ্চলের সকল জাহাজ ও ঘাঁটিতে মুক্তিযুদ্ধ বিষয়ক বিশেষ প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়।

 

১ টি মন্তব্য
  1. Mofizur Rahaman বলেছেন

    Very Nice