অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

খালেদা জিয়ার সুচিকিৎসার দাবীতে চট্টগ্রামের ১৫১ জন পেশাজীবীর বিবৃতি

0
.

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও অবিলম্বে বিদেশে উন্নত চিকিৎসার সুযোগ দেয়ার দাবি জানিয়েছেন চট্টগ্রাম সম্মিলিত পেশাজীবী পরিষদের ১৫১ জন পেশাজীবী।

আজ সোমবার (২৭ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক এবং মহান স্বাধীনতার ঘোষক, সাবেক সেনাপ্রধান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের স্ত্রী। বাংলাদেশের আপামর জনসাধারণের অত্যন্ত জনপ্রিয় এই নেত্রী যিনি বাংলাদেশের ইতিহাসে জাতীয় সংসদ নির্বাচনে বারবার অধিক সংখ্যক আসনে প্রতিদ্বন্দ্বিতা করে কোনো আসনে পরাজিত হননি। তিনি এদেশে গণতন্ত্র পূন:প্রবর্তনে অন্যতম প্রধান ভূমিকা পালন করেন। বাংলাদেশের সামগ্রিক উন্নয়নে খালেদা জিয়ার অবদান অপরিসীম। অথচ আমরা বেদনাহত হৃদয়ে লক্ষ্য করছি একজন নাগরিকের পছন্দমতো চিকিৎসা নেয়ার মৌলিক অধিকার থেকে তিনি ক্রমাগতভাবে বঞ্চিত হচ্ছেন। একটি মিথ্যা সাজানো মামলায় ফরমায়েশী রায়ে কারাগারে যাওয়ার পর থেকেই বেগম জিয়া মারাত্মক শারীরিক জটিলতায় উপনীত হয়েছেন। অথচ তিনি হেঁটে হেঁটে আদালত থেকে জেলখানায় গিয়েছিলেন।

নেতৃবৃন্দ বলেন, ইতিপূর্বে সারাদেশে বিভিন্ন পেশাজীবী সংগঠন সহ বিএনপি এবং এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে বারবার খালেদা জিয়ার সুচিকিৎসা নিশ্চিত করতে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবি জানানো হয়েছে। কিন্তু কর্তৃত্ববাদী সরকার এতে কোনো কর্ণপাত করেনি। এমনকি খালেদা জিয়ার পরিবারের লিখিত আবেদনেরও কোনো গুরুত্ব দেয়া হয়নি। প্রতিহিংসার বশবর্তী হয়ে আইনের অপব্যাখ্যা দিয়ে বারবার ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। গত তিন বছরে সরকারের নিষ্ঠুরতার শিকার হয়ে ৭৫ বছর বয়স্ক এই নারী উন্নত চিকিৎসার অভাবে আজ মৃত্যুর দ্বারপ্রান্তে।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, চিকিৎসা ব্যবস্থায় বাংলাদেশ ক্রমবর্ধমানভাবে এগিয়ে গেলেও এখনো বেশ কিছু সীমাবদ্ধতা বিদ্যমান। যা ইতিপূর্বে খালেদা জিয়ার মেডিকেল টীমের প্রধান সংবাদ সম্মেলনের মাধ্যমে দেশবাসীকে জানিয়েছেন। যার ফলশ্রুতিতে এদেশের বিশেষজ্ঞ চিকিৎসকগণের আপ্রাণ চেষ্টা সত্ত্বেও বেগম খালেদা জিয়া আশানুরূপ আরোগ্য লাভের পরিবর্তে ধীরে ধীরে অন্তিম পরিণতির দিকে এগিয়ে যাচ্ছেন। এমতাবস্থায় পেশাজীবী হিসেবে আমাদের আকুল আহ্বান- জরুরিভিত্তিতে বেগম খালেদা জিয়ার পরিপূর্ণ মুক্তির ব্যবস্থা গ্রহণপূর্বক বিদেশে সুচিকিৎসা নিশ্চিত করা হোক। অন্যথায় উন্নত চিকিৎসার অভাবে বেগম খালেদা জিয়ার কিছু হলে তার সম্পূর্ণ দায় দায়িত্ব সরকারের বর্তমান নীতিনির্ধারকদেরকেই বহন করতে হবে।

বিবৃতিদাতারা হলেন- ১. ডা. আবু জাফর, ২. ডা. আবদুল মান্নান, ৩. এড. মকবুল কাদের চৌধুরী, ৪. ডা. আবুল কালাম, ৫. এড. দেলোয়ার হোসেন চৌধুরী, ৬. এড. এ এস এম বদরুল আনোয়ার, ৭. অধ্যাপক ডা. আবদুল আলীম, ৮. বীর মুক্তিযোদ্ধা একরামুল করিম. ৯. ডা. শাহাদাত হোসেন, ১০. কৃষিবিদ প্রফেসর ড. মো.সাইফুদ্দিন. ১১. অধ্যাপক এস এম নছরুল কদির, ১২. সাংবাদিক জাহিদুল করিম কচি, ১৩. এড. নাজিম উদ্দিন চৌধুরী, ১৪. ডা. খুরশিদ জামিল চৌধুরী, ১৪. এড. আব্দুস সাত্তার, ১৬. অধ্যাপক ডা. জসীম উদ্দিন, ১৭. ডা. তমিজ উদ্দিন আহমেদ মানিক,১৮. প্রকৌশলী সেলিম মো. জানে আলম, ১৯. কৃষিবিদ প্রফেসর ড. রোকনুজ্জামান, ২০. এড. কামরুল ইসলাম সাজ্জাদ, ২১. কৃষিবিদ প্রফেসর ড. আব্দুল হানিফ, ২২. এড. রফিক আহমদ চৌধুরী, ২৩. এড. হাসান আলী চৌধুরী, ২৪. অধ্যাপক মো. আল আমিন,২৫. এড. মোরশেদুল আলম, ২৬. অধ্যাপক মো. শাহাদাত হোসেন, ২৭. কৃষিবিদ প্রফেসর ড. শাহনাজ সুলতানা, ২৮. এড. এরফানুল
করিম, ২৯. সাংবাদিক ইস্কান্দার আলী চৌধুরী, ৩০. ডা. আশরাফুল কবির ভূঁইয়া, ৩১. অধ্যাপক মো. শফিকুল ইসলাম, ৩২. কৃষিবিদ প্রফেসর ড. লুৎফর রহমান ৩৩. এড. এনামুল হক, ৩৪. ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, ৩৫. এড. আবদুস সাত্তার সারোয়ার, ৩৬. ডা. মিয়ান জসিম উদ্দিন, ৩৭. ডা. শাহানা বেগম, ৩৮. এড. মফিজুল হক ভুঁইয়া, ৩৯. সাংবাদিক মোহাম্মদ শাহনওয়াজ, ৪০. ডা. কামরুন্নাহার দস্তগীর, ৪১. অধ্যাপক মোশাররফ হোসাইন, ৪২. ডা. আবদুল মোত্তালিব, ৪৩. এড. এস ইউ এম নুরুল ইসলাম, ৪৪. অধ্যাপক ডা. আব্বাস উদ্দিন, ৪৫. সাংবাদিক সাইফুল ইসলাম শিল্পী, ৪৬. ডা. জিয়াউদ্দিন, ৪৭. কৃষিবিদ প্রফেসর ড. সুলতান মাহমুদ আকন্দ, ৪৮. এড. সোলাইমান হায়দার চৌধুরী, ৪৯.

ডা. একেএম জাফর উল্লাহ, ৫০. এড. জহুরুল আলম, ৫১. ডা. শেখ মুজিবুর রহমান, ৫২. এড. অধ্যাপক কাজী সাইফুদ্দিন, ৫৩. ডা. রকিব উল্লাহ, ৫৪. ডা. আবদুর রব, ৫৫. অধ্যাপক আবু নাসের, ৫৬. এড. হাজী নুরুল ইসলাম, ৫৭. সাংবাদিক সালেহ নোমান, ৫৮. অধ্যাপক মোহাম্মদ জাকারিয়া, ৫৯. অধ্যাপক মুহাম্মদ আবদুল মাবুদ, ৬০. এড. নুর উদ্দিন আরিফ,৬১. অধ্যাপক মো. জাহেদুর রহমান চৌধুরী, ৬২. ডা. রাজীব চৌধুরী, ৬৩. এড. আব্দুল বাকী, ৬৪. ডা. মো. ইয়াছিন, ৬৫. অধ্যাপক জহুরুল আলম, ৬৬. ডা. ফয়েজুর রহমান, ৬৭. ডা. বেলায়েত হোসেন ঢালী,৬৮. প্রকৌশলী আমিনুর রহমান সুমন, ৬৯. ডা. ইফতেখারুল ইসলাম, ৭০. এড. জাহাঙ্গীর আলম, ৭১. অধ্যাপক আনোয়ার হোসেন চৌধুরী, ৭২. ডা. খুরশিদ উল আলম টিপু, ৭৩. এম. মঞ্জুর উদ্দিন চৌধুরী, ৭৪. ডা. মো. জসীম উদ্দীন, ৭৫. প্রকৌশলী জিল্লুর রহমান, ৭৬. এড. হাসান চৌধুরী, ৭৭. ডা. মো. আইয়ুব, ৭৮. ডা. এ এ রায়হান উদ্দিন,৭৯. এড. আলাউদ্দিন ৮০. অধ্যাপক জাফর উল্লাহ তালুকদার, ৮১. ডা. রাসেল ফরিদ, ৮২. এড. আজিজুল হক, ৮৩. ডা. কাজী মাহবুব আলম,৮৫. এড. সিরাজুল ইসলাম চৌধুরী, ৮৫. ডা. সৈয়দ মাহতাব উল ইসলাম, ৮৬. ডা. ফেরদৌস আরা সালমা, ৮৭. অধ্যাপক মো. সফিকুল ইসলাম, ৮৮. এড. আজমত উল্লাহ, ৮৯. ইঞ্জিনিয়ার ইলিয়াস হোসেন, ৯০. অধ্যাপক এ জি এম নিয়াজ উদ্দিন, ৯১. ডা. এস এম সারোয়ার আলম, ৯২. ডা. হোসনে আরা বেগম, ৯৩. ডা.নিয়াজ আহমেদ, ৯৪. এড. গাজী সোলাইমান চৌধুরী, ৯৫. ডা. রিফাত আকতার, ৯৬. ডা. জাহিদ হাসান, ৯৭. ডা. ফজলে রাব্বী শিহাব, ৯৮. লায়ন অহিদুল ইসলাম সিকদার, ৯৯. এড. রুনা কাশেম, ১০০. ডা. নুরুল করিম চৌধুরী, ১০১. ডা. মিরাজ উল ইসলাম, ১০২. ডা. ঈসা চৌধুরী, ১০৩. ইঞ্জিনিয়ার রাশেদ হাসান, ১০৪. ডা. রাহাত খান, ১০৫. ডা. কাজী শামীম আল মামুন ১০৬. ডা. ময়নাল হোসেন, ১০৭.
এড. আশরাফী বিনতে মোতালেব, ১০৮. নারী নেত্রী আরজু শাহাবুদ্দিন, ১০৯. এড. তাপসী তহুরা, ১১০. জসিম উদ্দিন চৌধুরী, ১১১. ডা. খন্দকার জিয়াউর রহমান, ১১২. লায়ন সালাউদ্দিন আলী, ১১৩. ডা. ইমরোজ উদ্দিন, ১১৪. এড. জালাল উদ্দিন পারভেজ, ১১৫. ডা. সোয়াইবুল করিম, ১১৬. এড. আয়েশা আক্তার সানজি, ১১৭. ডা. কমর উদ্দিন চৌধুরী, ১১৮. ডা. শাহনেওয়াজ সিরাজ মামুন, ১১৯. ডা. নুরুল আবছার খান, ১২০. এড. শাহাদাত হোসেন, ১২১. ডা. তানভীর হাবীব তান্না, ১২২. ডা. রানা চৌধুরী, ১২৩. ইঞ্জিনিয়ার লাভলু, ১২৪. ডা. মিনহাজুল আলম, ১২৫. এড. বিলকিস আরা মিতু, ১২৬ ডা. ইমরান হোসেন, ১২৭. ডা.মাহমুদ আল ফারাবী, ১২৮. ডা. হাসানুল বান্না, ১২৯. সাংবাদিক সাংবাদিক হাসান মুকুল, ১৩০. ডা. মোহাম্মদ মইনুদ্দিন, ১৩১. এড. আতাউর রহমান, ১৩২. ডা. ওমর ফারুক পারভেজ, ১৩৩. ডা. শাকির উর রশিদ, ১৩৪. এড. মোশাররফ হোসেন, ১৩৫. ডা. রিয়াসাত শাহাবুদ্দিন ১৩৬. ডা. মেহেদী হাসান ইমাম ১৩৭. এড. তৌহিদুল ইসলাম, ১৩৮. ডা. জুনায়েদ রায়হান,১৩৯. এড. তানজিনা আক্তার সনি, ১৪০. ডা. রকিবুল হাসান তান্না, ১৪১. ডা. ওয়াসিম কামাল নাদিম, ১৪২. ডা. তৌকিরুল ইসলাম, ১৪৩. ডা. জাহেদ ঈমন,১৪৪. ডা. মীর কাশেম মজুমদার, ১৪৫. ডা. এস এম সাখাওয়াত হোসেন, ১৪৬. ডা. নাভীম কবির প্রতীক, ১৪৭. ডা. তারেকুল ইসলাম জনি, ১৪৮. ইঞ্জিনিয়ার জাহেদ, ১৪৯. সাংবাদিক এফ এ এফ রুমি, ১৫০. ইকবাল হোসেন সুমন ১৫১. কাইয়ুমুর রশিদ বাবু প্রমূখ।