অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

চট্টগ্রামে মৃত্যুশূন্য দিনে করোনা আক্রান্ত ৭৩৮ জন

0
.

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৭৩৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। নগরীর বিভিন্ন ল্যাবে নমুনা পরীক্ষায় এসব রোগী শনাক্ত হয়। নমুনা বিবেচনায় শনাক্তের হার ছিল ২৩ দশমিক ৬৭ শতাংশ। তবে এ দিন কেউ মারা যারা যাওয়ার খবর পাওয়া যায়নি।

গতকাল সোমবার (১৭ জানুয়ারি) রাতে জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত খবরে এসব তথ্য জানা গেছে।

আক্রান্ত রোগীদের মধ্যে নগরীতে ৬৪৭ জন ও উপজেলায় ৯১ জন। এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ৬ হাজার ৪৫৭ জন।

সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুসারে, সোমবার চট্টগ্রামের সরকারি বেসরকারি ১৩ টি ল্যাবে সর্বমোট ৩ হাজার ১১৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। তাতে ৭৩৮ জনের ফলাফল পজিটিভ পাওয়া যায়। এদের মধ্যে নগরীর ৬৪৭ জন আর বিভিন্ন উপজেলার ৯১ জন রয়েছেন। এ নিয়ে আক্রান্ত রোগীর সংখ্যা ১ লাখ ৬ হাজার ৪৫৭ জনে এসে দাঁড়িয়েছে। আর আর মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩৪০ জনের মধ্যে ৭২৬ জন নগরীতেএবং ৬১৪ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।