অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

মির্জা ফখরুল ও তার স্ত্রী করোনায় আক্রান্ত

0
.

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তার স্ত্রী রাহাত আরা করোনায় আক্রান্ত হয়েছেন। তারা দুজনেই বাসায় আইসোলেশনে আছেন।

আজ মঙ্গলবার (১১ জানুয়ারি) মহাসচিব ও তার স্ত্রী রাহাত আরা বেগম দুজনের করোনা টেস্টের ফলাফল পজিটিভ এসেছে বলে জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্য্যান অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন।

তিনি বলেন, বিএনপি মহাসচিব ও তার স্ত্রী করোনায় আক্রান্ত হয়েছেন। গতকাল রাতে করোনা পরীক্ষায় তাদের পজিটিভ এসেছে।

তিনি বলেন, কয়েক দিন যাবৎ মহাসচিবসহ ভাবি অসুস্থতা বোধ করছিলেন। গত পরশু ভাবির এবং গতকাল রাতে মহাসচিবের করোনা টেস্টের ফলাফল পজেটিভ এসেছে। এখন উত্তরার বাসায় তারা কোয়ারেন্টাইনে থেকে চিকিৎসা নিচ্ছেন।

অধ্যাপক জাহিদ বলেন, ‘স্কয়ার হাসপাতালের আইসিইউ ও করোনা বিশেষজ্ঞ ডা. রায়হান রাব্বানীর তত্ত্বাবধানে তাদের চিকিৎসা চলছে।

‘ওনারা দুজনই এখন সুস্থ আছেন। তাদের গলায় কিছুটা খুসখুসে কাশি আছে। অন্য কোনো উপসর্গ এখনো দেখা যায়নি। দেশবাসীর কাছে তারা দোয়া চেয়েছেন।’

সর্বশেষ গত ৮ জানুয়ারি জাতীয় প্রেস ক্লাবের সামনে নারী ও শিশু অধিকার ফোরামের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে কয়েক হাজার নেতা-কর্মীর এক সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।