অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

সৌদি আরবে ১৫০ জনের মৃত্যুদণ্ড কার্যকর

0
.

চলতি বছর সব মিলিয়ে ১৫০ বা তারও বেশি মানুষের মৃত্যুদণ্ড কার্যকর করতে যাচ্ছে সৌদি আরব। এই নিয়ে টানা দ্বিতীয় বছরের মতো বিপুল সংখ্যক মানুষকে মৃত্যুদণ্ড দিচ্ছে দেশটি। মৃত্যুদণ্ডাদেশ পাওয়া ব্যক্তিদের সংখ্যা নিশ্চিত করেছে মানবাধিকার সংগঠন রিপ্রাইভ।

সংস্থাটি জানায়, গোপন আদালতের মাধ্যমে মৃত্যুদণ্ডের ঘটনা দেশটিতে বেড়েই চলেছে। চলতি বছর সৌদিতে ১৫০ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। বছরের শুরুতেই একদিনেই ৪৭ জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে দেশটি। এছাড়া ২০১৫ সালে ১৫৮ জনের এবং ২০১৪ সালে ৮৭ জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে।

রিপ্রাইভ জানায়, মাদক মামলার আসামি, কিশোর ও রাজনৈতিক কারাবন্দিদের গোপন আদালতের মাধ্যমে কারাদণ্ড বা ফাঁসি দিচ্ছে সৌদি। গোপন আদালতে বিচারের মাধ্যমে মৃত্যুদণ্ড দেয়া ব্যক্তিদের বড় অংশই রাষ্ট্রীয় নিরাপত্তার মামলার আসামি। তাদের মধ্যে রাজনৈতিক ভিন্নমতাবলম্বী রয়েছেন। এসব আসামিরা নির্যাতনের শিকার হয়ে স্বীকারোক্তি দিতে বাধ্য হয়েছেন।

মৃত্যুদণ্ডের আদেশ পাওয়া ব্যক্তিদের মধ্যে অন্য দেশের নাগরিকরাও রয়েছেন। এছাড়া মাদকের সঙ্গে জড়িত থাকার অপরাধে যারা গ্রেফতার হয়েছেন তাদের অনেকেই মানবপাচারকারীদের মাধ্যমে দেশটিতে প্রবেশ করেছেন।

উপসাগরীয় দেশগুলোতে মৃত্যুদণ্ড বেশ স্বাভাবিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। তার মধ্যে সবচেয়ে বেশি মৃত্যুদণ্ড দিচ্ছে সৌদি। সূত্র: দ্যা গার্ডিয়ান