অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

তুরস্কে রুশ রাষ্ট্রদূতকে যেভাবে গুলি করে হত্যা করা হয় (ভিডিও)

0
.

তুরস্কের রাজধানী আংকারায় বন্দুকধারীর হামলায় রুশ রাষ্ট্রদূত আন্দ্রেই কারলভ নিহত হয়েছেন। রাশিয়ান পররাষ্ট্রমন্ত্রণালয়ের বরাত দিয়ে বিবিসি এ তথ্য নিশ্চিত করেছে।

এদিকে তুর্কি স্পেশাল ফোর্সের সদস্যরা হামলাকারীকে হত্যা করেছে বলে জানিয়েছে তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু।

সোমবার সন্ধ্যায় একটি ছবি প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় পেছন থেকে তাকে গুলি করা হয়।

রাশিয়ান পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারোভা বলেন, সন্ত্রাসবাদ ছাড় পাবে না। আমরা দৃঢ়ভাবে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করে যাব।

.

নিহত রাশিয়ান কূটনীতিকের বিষয়ে মারিয়া জাকারোভা বলেন, তাকে জাতি স্মরণ রাখবে। তিনি আমাদের অন্তরে চিরদিন থাকবেন।

এদিকে তুরস্কে কূটনৈতিক হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র।

মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র জন কারবি বলেন, ওয়াশিংটন রাশিয়ান রাষ্ট্রদূত ওপর হামলা সম্পর্কে প্রতিবেদন সম্পর্কে সম্যক অবগত রয়েছে।

জন কারবি বলেন, আমরা সহিংসতার নিন্দা জানাই। আমরা নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানাই।

তুরস্কের আনাদোলু এজেন্সি জানায়, রুশ রাষ্ট্রদূতকে কয়েকটি গুলি করা হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

রুশ সংবাদ মাধ্যমের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, রাষ্ট্রদূত গুলিবিদ্ধ হওয়ার বিষয়টি রুশ কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। বিষয়টি প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে অবহিত করা হয়েছে।

.

তুর্কি সংবাদ মাধ্যম হুরিয়েত ডেইলি জানিয়েছে, বন্দুকধারী প্রথম ফাঁকা গুলিবর্ষণ করে। এতে ভয়ে লোকজন সরে গেলে সে রাষ্ট্রদূতকে লক্ষ্য করে গুলি করতে থাকে। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।

ঘটনাস্থলে থাকা একজন জানান, বন্দুকধারী গুলিবর্ষণের সময় ‘ইসলামী স্লোগান’ দিয়েছে। তবে ঠিক কী বলেছে তিনি তা বলতে পারেননি।

আন্দ্রেই কারলভ ২০১৩ সাল থেকে তুরস্কে রুশ রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

ভিডিও দেখুন:

https://www.youtube.com/watch?v=qec0PRIsuDA