অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে নিহত ৪

0
.

নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে অটোরিকশার চার যাত্রী মারা গেছেন। এসময় আহত হয়েছেন চালকসহ আরও চারজন। বুধবার সকাল সাড়ে সাড়ে ৭টার দিকে নীলফামারী সদরের দারোয়ানী রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন শেফালী বেগম (৩৫), রোমানা (৩৫), সাহেরা (৩৫) ও মিনারা(৩৫)। তারা উত্তরা ইপিজেড এর শ্রমিক ও সবার বাড়ি সদরের সোনারায় ইউনিয়নের দারোয়ানী ধনিপাড়া গ্রামে।

সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান জানান, খুলনা-চিলাহাটিগামী সীমান্ত এক্সপ্রেস ট্রেনটি সদরের দারোয়ানী রেল ক্রসিংয়ে অটোরিকশাটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলে শেফালী বেগম মারা যান। এলাকাবাসীর সহায়তায় ফায়ার সার্ভিস কর্মীরা আহত সাত জনকে উদ্ধার করে হাসপাতালে নিলে সেখানে রোমানা ও সাহেরাকে মৃত ঘোষণা করেন চিকৎসক।

পরে হাসপাতাল কর্তৃপক্ষ আহতদের মধ্যে তিনজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে এবং পথে মিনারা নামে আরেকজন মারা যায়।