অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

আশুলিয়ায় সব পোষাক কারখানা বন্ধ ঘোষণা

2
.

টানা ৯ দিনের কর্মবিরতির কারণে আশুলিয়ার সকল (৫৫টি) পোশাক কারখানা বন্ধের ঘোষণা দিয়েছে পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ।

মঙ্গলবার বিকেলে রাজধানীর বিজিএমইএ ভবনে আশুলিয়ার পোশাক কারখানার চলমান পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন সংগঠনের সভাপতি সিদ্দিকুর রহমান। সংবাদ সম্মেলনে বলা হয়, শ্রমিক অসন্তোষের কারণে দেশের শ্রম আইনের ১৩ (১) ধারা অনুযায়ী কারখানা বন্ধ করা হয়েছে।

এর ফলে কারখানা বন্ধ থাকার সময় বেতন পাবেন না শ্রমিকেরা। ন্যূনতম মজুরি বাড়ানো, বার্ষিক ছুটির বিপরীতে এবং চাকরির বয়স পাঁচ বছর হলে বছরে একটি করে মূল বেতনের সমপরিমাণ অর্থ প্রদানসহ বিভিন্ন দাবিতে গত কয়েক দিন ধরে আন্দোলন করছেন তৈরি পোশাক শ্রমিকেরা।

২ মন্তব্য
  1. Mohammad Kaysh বলেছেন

    so sad….!!!

  2. RJ Raaj বলেছেন

    congratulations. moddobitto theke ninmo moddobitto ty already neme gacy bangladesh. shesh hasinar bangladesh asty asty shob shesh.