অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

মহাসড়কের সীতাকুণ্ডে চলন্তবাসে আগুন

0
.

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি:

ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডে একটি চলন্ত যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কেউ হতাহত না হলেও বাসটি পুড়ে গেছে। সড়কের উপর বাসটি আগুনে পুড়ার সময় মহাসড়কের উভয় দিকে যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে।

আজ মঙ্গলবার (১৫ মার্চ) দুপুর ১২টার সময় উপজেলার বাড়বকুণ্ড এলাকায় বাড়বকুণ্ড উচ্চ বিদ্যালয়ের সামনে “নিউ এডিশন” (ঢাকা মেট্রো ব -১৩-০০০১) নামে চট্টগ্রামমূখী বাসে এ আগুন লাগার ঘটনা ঘটে।

অগ্নিকান্ডের পর চালক, সহকারী ও যাত্রীরা দ্রুত বাস থেকে নেমে পড়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

প্রথমে স্থানীয় এলাকাবাসী আগুন নেভানোর চেষ্টা করে পরে খবর পেয়ে কুমিরা ও সীতাকুণ্ড থেকে ফায়ার সার্ভিসের দুটি গাড়ি পৌছে আগুন নির্বাপণ করে।

বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার নুরুল করিম দুলাল জানান, আগুন লাগার পরই আমরা ঘটনাস্থলে গিয়ে ১২টার দিকে আগুণ নিয়ন্তণে আনি। বাসটি ঢাকা থেকে চট্টগ্রাম শহরে যাচ্ছিল। বাসের ইঞ্জিন থেকে বাসটিতে হঠাৎ আগুন লেগে গিয়ে মূহুর্তে আগুন বাসে ছড়িয়ে পড়ে।