অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

সাংবাদিক নেতা রুহুল আমিন গাজীর মুক্তিলাভ

0

 

.

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক সভাপতি রুহুল আমিন গাজী জামিনে মুক্তি পেয়েছেন। আজ মঙ্গলবার (২১ মার্চ) বিকেল সাড়ে ৪টায় কাসিমপুর কারাগার থেকে তিনি মুক্তি পেয়ে বেরিয়ে আসেন।

বিএফইউজের একটি সুত্র তাঁর মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন।

এ ব্যাপারে জানতে চাইলে বিএফইজের সভাপতি এম আব্দুল্লাহ পাঠক ডট নিউজকে বলেন, গত ১৭ মার্চ গাজী ভাইয়ের জামিন হয়েছে। জামিন নামা আদালতে পৌছা এবং কাগজপত্র ঠিক করতে সময় লেগেছে। আজ বিকালে তিনি জামিন পেয়েছেন।

এর আগে ২০২০ সালের ২১ আগস্ট রাতে দৈনিক সংগ্রাম অফিস থেকে সাংবাদিক নেতা রুহুল আমিন গ্রেফতার করে পুলিশ। হাতিরঝিল থানায় দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইন ও রাষ্ট্রদ্রোহ মামলায় আদালতে হাজিরা না দেয়ায় রুহুল আমিন গাজীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে বলে জানায় পুলিশ।