অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

নিখোঁজ রুশ বিমান কৃষ্ণ সাগরে বিধ্বস্ত

1
ফাইল ছবি।

উড্ডয়নের পর রাডার থেকে হারিয়ে যাওয়া রাশিয়ার টিইউ-১৫৪ সামরিক বিমানটি কৃষ্ণ সাগরে বিধ্বস্ত হয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে বার্তাসংস্থা ইন্টারফ্যাক্স এ তথ্য জানায়।

খবরে বলা হয়, উদ্ধারকারী দল কৃষ্ণ সাগরে বিমানটির সন্ধান পেয়েছে। তবে হতাহতের বিষয়ে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি।

এর আগে স্থানীয় সময় রবিবার ভোরে ৯১ জন যাত্রী নিয়ে রাশিয়ার একটি টিইউ-১৫৪ বিমান নিখোঁজ হয়ে। উড্ডয়নের কিছুক্ষণ পরই বিমানটি নিখোঁজ হয়।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে রাশিয়া টুডে জানায়, সোচি শহর থেকে উড্ডয়নের অল্প কিছুক্ষণ পরই রাডার থেকে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে বিমানটির।

বিবিসির খবরে বলা হয়, অসমর্থিত একটি সূত্র বলছে, বিমানটি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের। সোচি থেকে সিরিয়ার লাতাকিয়া প্রদেশে যাওয়ার সময় রাডার থেকে বিমানটি বিচ্ছিন্ন হয়ে যায়।

রাশিয়ার টুডের খবরে বলা হয়েছে, স্থানীয় সময় রোববার ভোর ৫টা ২০ মিনিটে সোচি থেকে উড্ডয়নের মিনিট বিশেক পর ৫টা ৪০ মিনিটে সেটি রাডার থেকে অদৃশ্য হয়ে যায়।

বিমানটিতে ৯ জন সাংবাদিক, রাশিয়ার সেনাবাহিনীর গায়কদল ছিল। লতাকিয়ায় তারা নতুন বছর উপলক্ষে একটি কনসার্টে গান গাওয়ার উদ্দেশে রওনা করেছিল।

ফেডারেল এয়ার ট্রান্সপোর্ট এজেন্সি নিশ্চিত করেছে সেটি একটি সামরিক বিমান ছিল।

এদিকে ক্রেমলিনের মুখপাত্র জানিয়েছে, প্রেসিডেন্ট পুতিন ঘটনা সম্পর্কে জেনেছেন। উদ্ধার অভিযান সম্পর্কে আপডেট নিচ্ছেন।

 

১ টি মন্তব্য
  1. Md Sohel Rana বলেছেন

    Stcgg

    CigxvvkopfvhjofzFcgb