অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

বোয়ালখালীতে নির্বাচনী দ্বন্দ্বে ৬ গুলিবিদ্ধসহ ৮ জন আহত

0
০৩
বোয়ালখালিতে নির্বাচনী সহিংসতায় গুলিদ্ধি একজন। ছবি: পূজন সেন

চট্টগ্রামের বোয়ালখালীতে ইউপি নির্বাচনী চলাকালে পৃথক ঘটনায় ৬জনসহ ৮ জন আহত হয়েছে।

আজ শনিবার সকাল সাড়ে ৮টার থেকে ১০টার মধ্যে এসব সারোয়াতলীর ৩নং ওয়ার্ড, ৬নং ওয়ার্ড রসিক সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৭নং ওয়ার্ড ইমামুল্লার চর প্রাথমিক বিদ্যালয়-২ ভোট কেন্দ্রে এবং বেঙ্গুরা ৩৭নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এসব ঘটনা ঘটে।

আমাদের বোয়ালখালি প্রতিনিধি পূজন সেন জানান-গুলিবিদ্ধরা হলেন, বেঙ্গুরা এলাকার খলিলুর রহমানের ছেলে মো. ইউছুপ (৫৫), মরহুম ইলিয়াছ আলীর ছেলে রশিদ (৭৫), সিদ্দিক আহমদের ছেলে নুরুল আবচার (৫৪), আনোয়ার ও মমতাজ মেম্বার ও হাবিবুর রহমানে ছেলে দিনমজুর মো. সেকান্দর (৫০) তাদের উপজেলা হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

গুলিবিদ্ধ মো. ইউছুপ জানান, বেঙ্গুরা বাজারের নিজের দোকান খুলতে গেলে এ ঘটনা ঘটে। বৃদ্ধ রশিদ জানান, ভোট কেন্দ্রে ভোট দেয়ার জন্য লাইনে দাড়াঁলেন ইউপি সদস্য প্রার্থী আব্বাসের কর্মী সমর্থকরা গুলি করে।

০২
গুলিবিদ্ধ ইলিয়াছ আলীর ছেলে রশিদ (৭৫)

এ দিকে চরণদ্বীপ ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ঘাটিয়াল পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে নির্বাচনী ব্যালেট চেয়ারম্যান সমর্থকরা ছিনতাই করে নিয়ে যাওয়ায় সকাল সাড়ে ৮টার দিকে ভোটগ্রহণ বন্ধ রয়েছে বলে জানান প্রিসাইডিং অফিসার মো. রিদুয়ানুল ইসলাম।

সকাল ১০টার দিকে মরহুম হাবিবুর রহমানে ছেলে দিনমজুর মো. সেকান্দর (৫০) চম্পা তালুকদার বাড়ির দক্ষিণ কড়লডেঙ্গা ২নং ওয়ার্ডে ভোট কেন্দ্রের দক্ষিণ পাশে চেয়ারম্যান প্রার্থীর দু’পক্ষের সংঘর্ষে সময় তিনি হাঁটুতে গুলিবিদ্ধ হন বলে জানান। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে।

০১এছাড়া আহলা কড়লডেঙ্গা ইউনিয়ন থেকে গত শুক্রবার দিনগত রাত ২টার দিকে ২ জনকে ছুরিকাহত অবস্থা পুলিশ উপজেলা হাসপাতালে ভর্তি করেছে। ছুড়িকাহতদের বাড়ি রাউজান কদলপুর এলাকায় বলে জানা গেছে।

এর আগে শুক্রবার রাতে উপজেলার সারোয়াতলী ইউনিয়নে বিএনপি মনোনিত চেয়ারম্যান প্রার্থী নুর মোহাম্মদের বাড়িতে নির্বাচনী প্রস্তুতি সভা শেষে ফেরার পথে দক্ষিন জেলা বিএনপির সাবেক সভাপতি আহমেদ খলিল খানের গাড়ি বহরে হামলার ঘটনা ঘটেছে। এসময় পাঁচ রাউন্ড গুলির শব্দ পাওয়া গেছে বলে জানিয়েছে স্থানীয় সূত্র।

রাত সোয়া ৮টার দিকে বেঙ্গুরা বাজারে এ ঘটনা ঘটে। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।