অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

চট্টগ্রামে মৃদু ভূমিকম্প অনুভব

0
.

চট্টগ্রামের আশেপাশের বেশ কিছু এলাকায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। রবিবার (০১ মে) রাতে এ ভূমিকম্প অনুভূত হয়।

উরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্রের (ইএমএসসি) তথ্য মতে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল মিয়ানমারের মনিওয়া শহর থেকে ১১৫ কিলোমিটার পশ্চিম-উত্তরপশ্চিমে। কেন্দ্রের গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ৮০ কিলোমিটার গভীরে।

প্রথমে ভূমিকম্পটির মাত্রা রিখটার স্কেলে ৫ দশমিক ২ বলে জানায় ইএমএসসি। পরে সংশোধন করে জানানো হয়, এই ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ৯। ভূমিকম্পটি মিয়ানমারে চার থেকে পাঁচ সেকেন্ড স্থায়ী হয়েছিল বলে জানা গেছে।

এদিকে ভারতের জাতীয় ভূমিকম্প কেন্দ্র মিয়ানমারে ৪ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে বলে জানিয়েছে। তবে এই ভূমিকম্পে এখন পর্যন্ত কোনও হতাহত কিংবা ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।