অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

সেরা সাংবাদিকতার ইপসার পুরস্কার পেলেন সাংবাদিক কামরুল ইসলাম

0
.

বেসরকারী সংস্থা ইপসা-সীতাকুণ্ড প্রেসক্লাব সাংবাদিকতা পুরস্কার-২০২১’ পেলেন পাঠক ডট নিউজের সীতাকুণ্ড প্রতিনিধি কামরুল ইসলাম দুলু। তিনি দৈনিক ভোরের দর্পণ ও সি-প্লাস টিভির সীতাকুণ্ড প্রতিনিধি।  এ ছাড়াও সীতাকুণ্ড সমিতি, চট্টগ্রামের প্রচার সম্পাদক।

২০২১ সালে উন্নয়নমুলক সংবাদের প্রেক্ষিতে তিনি সেরা প্রতিবেদক হিসেবে এ লাভ করেন। এ ছাড়া সীতাকুণ্ডের আরো দুই সাংবাদিক বিভিন্ন বিষয়ে এ পুরস্কার লাভ করেন।

আজ শনিবার বিকালে সীতাকুণ্ড প্রেসক্লাবে আয়োজিত অনুষ্ঠানে এনজিও সংস্থা ইপসা এ পুরস্কার তুলে দেয়।

এতে পরিবেশ বিষয়ক ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন দৈনিক আজকের পত্রিকার সীতাকুণ্ড প্রতিনিধি সবুজ শর্মা সাকিল। সৃজনশীল ক্যাটাগরীতে দৈনিক ইনকিলাব প্রতিনিধি মোঃ সালাউদ্দিন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনের সংসদ সদস্য আলহাজ্ব দিদারুল আলম সাংবাদিকদের হাতে পুরস্কার হিসেবে ক্রেস্ট, সার্টিফিকেট ও ১০ হাজার টাকা করে সম্মানি তুলে দেন।

সীতাকুণ্ড প্রেসক্লাবের সভাপতি সৌমিত্র চক্রবর্তীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লিটন কুমার চৌধুরীর পরিচালনায় এ সময় বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এস এম আল মামুন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহাদাত হোসেন, সীতাকুণ্ড পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা বদিউল আলম, ইপসার প্রধান নির্বাহী মোঃ আরিফুর রহমান, প্রেসক্লাবের সহ-সভাপতি জহিরুল ইসলাম, প্রেসক্লাব কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান এম হেদায়েত উল্লাহ, সাবেক সভাপতি এম সেকান্দর হোসাইন, ইপসার কর্মকর্তা মোহাম্মদ আলী শাহীনসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ইপসার প্রধান নির্বাহী আরিফুর রহমান বলেন, এ ধরনের প্রতিযোগিতা উপজেলা ভিত্তিক দেশের প্রথম। এতে সাংবাদিকদের মধ্যে ভালো প্রতিবেদন করার আরো বেশি আগ্রহ সৃষ্টি হবে।