অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

ভোটারবিহীন একদলীয় সরকারের অধীনে আর কোনো নির্বাচন নয়: ডা. শাহাদাত

0
.

চট্টগ্রাম মহানগর বিএনপি’র আহবায়ক ডা. শাহাদাত হোসেন বলেছেন, ভোটারবিহীন একদলীয় সরকারের অধীনে আর কোনো নির্বাচন নয়। তারা নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করে ফেলেছে। দেশের প্রতিটি অঙ্গকে আওয়ামীতন্ত্রে পরিণত করেছে। বিগত জাতীয় সংসদ নির্বাচন ও সিটি কর্পোরেশন নির্বাচনে ক্ষমতার অপব্যবহার করেছে। অনিয়ম-দুর্নীতি ও ভোট ডাকাতির মাধ্যমে জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়েছে।

বিগত সিটি কর্পোরেশন নির্বাচনে ভোট ডাকাতি করে জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়েছে এবং ইভিএম এর মাধ্যমে ব্যাপক ভোট ডাকাতি করেছে। সিটি কর্পোরেশন নির্বাচন ছিল ভোট ডাকাতি নির্বাচন। ইভিএম মেশিন একটি ভোট ডাকাতির মেশিন। তাই আমি সিটি করপোরেশন নির্বাচনের পর পর মেয়র নির্বাচনের ফলাফল বাতিল ঘোষণা চেয়ে নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা করেছিলাম। আজ মামলার ধার্য তারিখ ছিল। আমরা শুনানিতে অংশগ্রহণ করেছি। আশাকরি আদালত ন্যায়বিচারের স্বার্থে এই মামলাটি পরিচালনা করবেন এবং আদেশ দিবেন।

তিনি আজ বৃহস্পতিবার(২৬ শে মে) দুপুরে নির্বাচনী ট্রাইব্যুনালে শুনানি শেষে কোর্ট হিল চত্বরে সাংবাদিকদের প্রশ্নের উত্তর এসব কথা বলেন।

ডা. শাহাদাত হোসেন আরো বলেন,এই সরকার একটি দুর্নীতিবাজ সরকার। দুর্নীতি ও দুঃশাসনের মাধ্যমে দেশের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। এই সরকার দেশের বিচার বিভাগকে প্রশ্নবিদ্ধ করছে ।আইন বিভাগ স্বাধীনভাবে কাজ করতে পারছে না। যতদিন পর্যন্ত আইন বিভাগের স্বাধীন হবে না ততদিন পর্যন্ত মানুষ ন্যায় বিচার পাবে না এবং মানুষ তাদের ন্যায়বিচার থেকে বঞ্চিত হবে।

মামলার শুনানিতে অংশগ্রহণ করেন বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক সদস্য ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট দেলোয়ার হোসেন চৌধুরী, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম নেতা এডভোকেট কাশেম চৌধুরী, এডভোকেট ইফতিকার মহসিন, এডভোকেট আশরাফ হোসেন, এডভোকেট সাইফুল আলম, এডভোকেট লোকমান শাহ প্রমুখ নেতৃবৃন্দ।