অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

কালুরঘাট সেতুতে ট্রেনের বগি লাইনচ্যুত, যানচলাচল বন্ধ

0

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি :

.

চট্টগ্রামের কালুরঘাট সেতুতে ফার্নেস অয়েলবাহী ওয়াগন ট্রেন লাইনচ্যুত হয়ে আটকা পড়েছে। এতে সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচল পারাপার বন্ধ হয়ে গেছে। এতে সেতু পারাপারকারী জন সাধারণ দুর্ভোগে পড়েছেন।

আজ শুক্রবার (২৭ মে) দিবাগত রাত সাড়ে ৮টার দিকে নগরীগামী ওয়াগন ট্রেনের একটি বগি সেতু মাঝখানে লাইনচ্যুত হয়।

.

তবে দুর্ঘটনা কবলিত বগিটি সেতুতে রেখে ইঞ্জিনসহ অন্যান্য বগিগুলো সরিয়ে নেওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নগরীমুখী ওয়াগণ ট্রেনের শেষ বগিটি সেতু ঠিক মাঝখানে লাইনচ্যুত হয়েছে। ফলে সেতুতে যানচলাচল বন্ধ রয়েছে। সেতুর দু’প্রান্তে শতশত যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে।

এ ঘটনায় অনেকে নদী দিয়ে নৌকা ও সেতু হেঁটে পারাপার করছেন বলে জানিয়েছেন শহরমুখি বোয়ালখালী বাসিন্দা শ্রীচরণ বিশ্বাস।

রেলওয়ে পূর্বাঞ্চলের অতিরিক্ত প্রধান প্রকৌশলী (সেতু) আহসান জাবির জানান, দোহাজারী পিকিং পাওয়ার প্ল্যান্টে ফার্নেস তেল খালাস করে ফেরার পথে একটি গার্ড ব্রেক লাইনচ্যুত হয়েছে। দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

চট্টগ্রাম-দোহাজারী এ রুটে দোহাজারী পিকিং পাওয়ার প্ল্যান্ট বিদ্যুৎ কেন্দ্রের ফার্নেস তেলবাহী ওয়াগন ট্রেন চলাচল করে। সেটি আজ বিকেলে দোহাজারী পিকিং পাওয়ার প্ল্যান্টের জন্য ফার্নেস তেল নিয়ে যায় এবং নগরীতে ফেরার পথে এ দুর্ঘটনা কবলিত হয়।

এর আগে গতকাল বৃহস্পতিবার রাত ১০টা থেকে শুক্রবার ভোর ৬টা পর্যন্ত সেতু বন্ধ রেখে সেতুটি সংস্কার করে রেলওয়ে কর্তৃপক্ষ। শুক্রবার বিকেল ৫টায় রেলপথ মন্ত্রণালয়ের সচিব ড.মো.হুমায়ুন কবীর সেতুটি পরিদর্শন করেন।