অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

১ জানুয়ারী থেকে ডোর টু ডোর বজ্য সংগ্রহ করবে চসিক

0
.

চট্টগ্রামকে “পরিচ্ছন্ন ও সবুজ” নগরী গড়ে তোলার প্রত্যয়ে ব্যয়বহুল “ডোর টু ডোর”আবর্জনা সংগ্রহ ও অপসারন কার্যক্রম ১ জানুয়ারী থেকে শুরু করবে চট্টগ্রাম সিটি কর্পোরেশন।

বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।

এতে জানানো হয়, প্রথম পর্যায়ে নগরীর ৭ নং পশ্চিম ষোলশহর ওয়ার্ড, ৮নং শুলকবহর ওয়ার্ড,১৫ নং বাগমনিরাম ওয়ার্ড, ২২ নং এনায়েত বাজার ওয়ার্ড, ২৩ নং উত্তর পাঠানটুলি ওয়ার্ড, ৩১ নং আলকরন ওয়ার্ড এবং ৩৬ নং গোসাইলডাঙ্গা ওয়ার্ডে ডোর টু ডোর বর্জ্য ও আবর্জনা সংগ্রহ ও অপসারন কার্যক্রম প্রতিদিন বিকেল ৩ টা থেকে রাত ১০ টা পর্যন্ত চলবে।

আরো জানানো হয়, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন সেবক ঘর হতে সরাসরি বর্জ্য সংগ্রহ করবে। তাদের হাতে ঘরে সংরক্ষিত বর্জ্য ও আবর্জনার বিনটি তুলে দিতে হবে।

নির্দ্দিষ্ট সময়ের আগে বা পরে বর্জ্য ও আবর্জনা ডাষ্টবিন বা অন্য কোথাও ফেলা যাবে না। এ নিয়ম লংঘনকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

দূর্গন্ধমুক্ত,স্বাস্থ্য সম্মত নির্মল পরিবেশ গড়ে তুলতে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নগরবাসির সার্বিক সহযোগিতা কামনা করছে।