অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

পলোগ্রাউন্ডে ব্যান্ড কনসার্টে প্রবেশকালে পদদলিত হয়ে আহত ৩

0
.

চট্টগ্রাম মহানগরীর কদমতলী পলোগ্রাউন্ড মাঠে ব্যান্ড কনসার্টে হুড়াহুড়ি করে প্রবেশকালে পদদলিত হয়ে ৩ জন আহত হয়েছে। এসময় এক পুলিশও আহত হয়।

আজ মঙ্গলবার (২৬ জুলাই) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- হাসান (২২), মারুফ (১৮) ও কাদের (২০)। এদের মধ্যে হাসানের গ্রামের বাড়ী ফটিকছড়ি উপজেলায়।

আহতদের মধ্যে গুরুতর আহত একজনকে ন্যাশনাল হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর দুজনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

.

আগ্রাবাদ ফায়ার সার্ভিসের কর্মকর্তা কফিল উদ্দিন বলেন, কনসার্টে ঢুকার সময় হুড়োহুড়ির মধ্যে পদদলিত ৩ জন হয়। এদের মধ্যে একজনকে ফায়ার সার্ভিসের গাড়িতে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বাকি দুইজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

জানা গেছে, ফুড পান্ডার আয়োজনে নগরীর পলোগ্রাউন্ডের মাঠে চলছে এই কনসার্ট। এর আগে আয়োজকরা ‘গেট সেট রক’ নামে একটি পেইজ থেকে সপ্তাহব্যাপী প্রচারনা চালায়। ৩৫০ টাকা দরে টিকেট বিক্রি করা হয়। কনর্সাটে অ্যাশেস, আর্টসেল, নগর বাউল. শিরোনামহীন পারর্ফম করছে বলে জানায় আয়োজকরা। এতে প্রায় ২৫ হাজার মানুষের সমাগম হয়েছে।

কনসার্টে জেমসের নগর বাউল ছাড়াও, শিরোনামহীন, এভোয়েড রাফা, আর্টসেল পারফর্ম করছে।

ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স জানায়, সন্ধ্যায় গেইট খোলার পর এক সঙ্গে সবাই প্রবেশের চেষ্টা করলে ধাক্কাধাক্কিতে কয়েকজন পদদলিত হয়ে আহত হয়। এসময় দায়িত্ব পালন করতে গিয়ে মঞ্চের সামনে এবি নাছির নামে পুলিশের একজন এএসআই আহত হয়েছেন