অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

মীরসরাইয়ে ১১ তরুণের মৃত্যু, আটক গেইটম্যান বরখাস্ত, মামলা দায়ের

0
.

চট্টগ্রামের মীরসরাইয়ের খৈয়াছড়া এলাকায় ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের ১১ জনের নিহতের ঘটনায় আটক রেলক্রসিংয়ের গেটম্যান সাদ্দাম হোসেনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তাকে সাময়িক বরখাস্ত করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।

আজ শনিবার (৩০ জুলাই) সকালে রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এএসআই) জহিরুল ইসলাম বাদী হয়ে চট্টগ্রাম রেলওয়ে থানায় মামলাটি দায়ের করেন। এর আগে গতকাল দুর্ঘটনার পর সন্ধ্যা ছয়টার দিকে মীরসরাই বড়তকিয়া এলাকা থেকে সাদ্দাম হোসেনকে আটক করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম রেলওয়ের পুলিশ সুপার হাসান চৌধুরী বলেন, ‘গেটম্যানের বিরুদ্ধে দায়িত্ব অবহেলার অভিযোগ আনা হয়েছে।’তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।তদন্ত কমিটির প্রতিবেদনে যদি দায়িত্ব অবহেলার অভিযোগ প্রমাণিত হয়, তাহলে তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

বাদী এসআই জহিরুল ইসলাম বলেন, মিরসরাইয়ে ট্রেন-মাইক্রোবাস দুর্ঘটনায় ১১ জন নিহতের ঘটনায় একটি মামলা করা হয়েছে। দায়িত্ব অবহেলার অভিযোগে দণ্ডবিধির ৩৩৮ (ক)/৩০৪ (ক)/৪২৭ ধারায় মামলাটি করা হয়েছে।