অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

সীতাকুণ্ডে জনবসতিপূর্ণ গ্রামে কন্টেইনার ডিপো নির্মাণ

0
.

সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের ৬নং ওয়ার্ডের গামারীতলা গ্রামের ভিতরে কন্টেইনার ডিপো নির্মাণ করায় গ্রামের মানুষদের মধ্যে চরম ক্ষোভ সৃষ্টি হয়েছে।

জানা যায়, ওই এলাকার নুরুল আলম চৌধুরী নামে এক প্রভাবশালী ব্যক্তি গ্রামের মধ্যে কন্টেইনার ডিপো নির্মাণ করেছে। এর ফলে মহাসড়ক থেকে গ্রামের জনসাধারণের চলাচলের একমাত্র রাস্তা দিয়ে প্রতিদিন শত শত কন্টেইনার ট্রাক চলাচল করছে।

এ কারণে গ্রামের মানুষের চলাচলের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। এছাড়া এলাকায় অবস্থিত স্কুলের শিক্ষার্থী ও মসজিদের মুসল্লীদের যাতায়াতের বেশ ভোগান্তিতে পড়তে হচ্ছে।

গ্রামবাসীরা জানিয়েছেন, গ্রামের মধ্যে ট্রাক ডিপো তৈরীর ফলে প্রতিদিন প্রায় ৫০০/ ৬০০ কন্টেইনার ট্রাক আসা যাওয়া করে। ফলে স্কুলের ছোট ছোট ছেলে মেয়েদের চলাচলা বেশ অসুবিধার সম্মুখীন হচ্ছে।

ট্রাকগুলোতে করে শত শত রাসায়নিক পদার্থসহ বিভিন্ন ক্যামিকেল আনা নেওয়া করছে। যার ফলে চরম আতংকের মধ্যে রহিয়াছে। সাম্প্রতিক বিএম ডিপোতে স্মরণকালের ভয়াবহ বিস্ফোরণের কথা চিন্তা করে অবিলম্বে উক্ত কন্টেইনার ডিপো বন্ধ করার আহবান জানিয়ে সোমবার সকালে শতাধিক গ্রামবাসীর সাক্ষরিত স্মারকলিপি দিয়েছে স্থানীয় সংসদ সদস্য, উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা, চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তর, স্থানীয় ইউপি চেয়ারম্যানসহ বিভিন্ন দপ্তরে।

এব্যাপারে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হোসেন বলেন, গ্রামের ভিতরে কন্টেইনা ডিপো নির্মাণ বিষয়ে এলাকাবাসী লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি তদন্তের জন্যে স্থানীয় ইউপি চেয়ারম্যানকে নির্দেশ দেওয়া হয়েছে।