অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

সিএনজি চালক কর্তৃক মারধরের জের : চবি’র মূল ফটকে ছাত্রলীগের তালা

0
.

ভাড়া বিরোধের জেরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)র এক কর্মীকে মারধরের ঘটনার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে তালা দিয়েছে ছাত্রলীগ কর্মীরা। সেখানে তারা সড়কের ওপর আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেছে। এসময় ক্যাম্পাসে আসা ভর্তিচ্ছুক ছাত্রছাত্রী ও অভিভাবকদের মাঝে আতঙ্ক দেখা দেয়।

রবিবার (২১ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে রেল ক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে। এর আগে স্থানীয় সিএনজি চালকরা সুমিত মণ্ডল নামে ওই ছাত্রলীগ কর্মীকে মারধর করে বলে জানা গেছে। প্রায় আধ ঘণ্টা পর তালা খুলে দেয় বিক্ষোভকারীরা।

মারধরের শিকার সুমিত মণ্ডল বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইন্সটিটিউটের ২০-২১ শিক্ষাবর্ষের ছাত্র। বর্তমানে সুমিত বিশ্ববিদ্যালয়ে মেডিকেল সেন্টার চিকিৎসাধীন আছে এবং শাখা ছাত্রলীগের উপগ্রুপ সিক্সটি নাইনের অনুসারী।

জানা গেছে, শনিবার সুমিত তার দুইজন পরীক্ষার্থীকে নিয়ে ভাটিয়ারীতে যাওয়া জন্য জিরো পয়েন্টে আসেন। সেখানে এক সিএনজি চালককে ভাড়া জিজ্ঞেস করলে ১৫০০ টাকা চায়। সুমিত এত টাকা দাবি করার কারণ জিজ্ঞেস করে। এসময় সিএনজি চালক তাকে গালাগাল করে। এক পর্যায়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। এর জের ধরে আজ রবিবার রেলক্রসিং এলাকায় গেলে স্থানীয় ৭জন সিএনজি চালক এসে সুমিতকে মারধর শুরু করে। পাইপ দিয়ে মারধরের আঘাতে সুমিত রক্তাক্ত হয়ে পড়ে। এসময় সুমিত ও তার বন্ধু মোবাইল-মানিব্যাগ ছিনিয়ে নিয়ে যায়। পরে আহতাবস্থায় সুমিতকে চবি মেডিকেলে সেন্টার আনা হয়।

বিক্ষোভকারী ছাত্রলীগ নেতা উপ-দপ্তর বিষয়ক সম্পাদক ফোরকানুল বলেন, আমাদের এক জুনিয়রকে অহেতুক মারধর করেছে স্থানীয় কিছু সিন্ডিকেট। দীর্ঘদিন ধরে স্থানীয় সিএনজি চালকরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মারধর করে। আমরা দোষীদের বিচার দাবী করছি।