অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

সাংবাদিকদের একের পর এক চাকরি যাচ্ছে, রুখতে পারছি না

0
সিইউজের আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী।
সিইউজের আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী।

সিইউজের আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী।
প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী বলেছেন, ‌‌‘সাংবাদিকদের একের পর এক চাকরি যাচ্ছে। রুখতে পারছি না। ব্যক্তি স্বার্থের চেয়ে সংগঠনের মর্যাদা রক্ষায় সচেষ্ট হতে হবে।

শনিবার দুপুরে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে) আয়োজিত ‘সাংবাদিকদের মর্যাদা, শ্রম আন্দোলন এবং গণতান্ত্রিক অগ্রযাত্রা’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

চট্টগ্রাম প্রেস ক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে সভার উদ্বোধন করেন খ্যাতিমান সমাজবিজ্ঞানী ও প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. অনুপম সেন।

ইকবাল সোবহানবলেন, মর্যাদা রক্ষায় ত্যাগ স্বীকার করতে হবে। মালিক শোষণ করবে, শ্রমিক আন্দোলন করবে। কিন্তু সরকার অধিকার আদায় করে দেবে তাহলে হবে না, ঝুঁকি নিতে হবে। ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ না থাকায় অতীতে সাংবাদিক হত্যার বিচার পায়নি। সাগর-রুনী হত্যাকান্ডের পর আমি উদ্যোগ নিয়েছিলাম, খসড়াও করেছিলাম। অন্য পক্ষের অনাগ্রহের কারনে পারিনি দুই ইউনিয়নকে এক করতে।’

‘টেলিভিশন সাংবাদিকদের ওয়েজ বোর্ডের আওতায় আনা হবে উল্লেখ্য করে তিনি বলেন, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার জন্যেও নীতিমালা হচ্ছে।’

‘সাংবাদিকতার মর্যাদা রক্ষার জন্য সকল সাংবাদিককে ঐক্যবদ্ধ হতে হবে। গণতন্ত্র নিশ্চিত করতে হবে। নিরপেক্ষতার কথা বলি আমরা। স্বাধীনতা, অসাম্প্রাদায়িক বাংলাদেশ, যুদ্ধাপরাধীদের বিচার, সাংবিধানিক রাষ্ট্র ব্যবস্থার প্রশ্নে নিরপেক্ষ থাকতে পারি না।’

সিইউজে সভাপতি রিয়াজ হায়দার চৌধুরীর সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক স্বরূপ ভট্টাচার্যের সঞ্চালনায় আলোচনা অনুষ্ঠনে শুভেচ্ছা বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডিন ড. সেকান্দর চৌধুরী, জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনালের প্রতিষ্ঠাতা সভাপতি নিয়াজ মোরশেদ এলিট।

করেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সহসভাপতি শহীদ উল আলম, চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি কলিম সরওয়ার, সাবেক সভাপতি আবু সুফিয়ান, সিইউজের সাবেক সভাপতি অঞ্জন কুমার সেন, এম নাসিরুল হক, সিইউজের সিনিয়র সহসভাপতি রতন কান্তি দেবাশীষ, বিএফইউজের যুগ্ম মহাসচিব তপন চক্রবর্তী, প্রতিনিধি ইউনিট প্রধান সমীর কান্তি বড়ুয়া। স্বাগত বক্তব্য দেন সিইউজে সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী।

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী গুরুতর অসুস্থ প্রবীন সাংবাদিক সিদ্দিক আহমেদকে নগরীর একটি ক্লিনিকে দেখতে যান

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী গুরুতর অসুস্থ প্রবীন সাংবাদিক সিদ্দিক আহমেদকে নগরীর একটি ক্লিনিকে দেখতে যান
এর আগে সকালে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী চট্টগ্রামের সাংবাদিক নেতৃবৃন্দকে সাথে নিয়ে গুরুতর অসুস্থ প্রবীন সাংবাদিক সিদ্দিক আহমেদকে নগরীর একটি ক্লিনিকে দেখতে যান। তিনি প্রবীন এ সাংবাদিকের চিকিৎসার খোজখবর নেন। এসময় পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।