অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

নাজিরহাট পৌরসভায় জটিকা অভিযানে ২০ দোকান উচ্ছেদ

0
.

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি:

ফটিকছড়ির নাজিরহাট পৌরসভায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে পৌরসভার জায়গা দখল করে অবৈধভাবে গড়ে গড়ে উঠা কাঁচাবাজার ও মাছ বাজারসহ ২০ দোকানীদের উচ্ছেদ করেছে।

আজ ৫ জানুয়ারী (বৃহস্পতিবার) দুপুর ১২ থেকে বিকাল ৩ টা থেকে পর্যন্ত উপজেলা সহকারী কমিশার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রোট নাজিমুল হায়দারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

ফটিকছড়ি উপজেলা সহকারী কমিশার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রোট নাজিমুল হায়দার অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

এ সময় নাজিরহাট আদর্শ ব্যবসায়ী সমিতির অবৈধভাবে দখল করলে তা উচ্ছেদ করে কাঁচা বাজারের ১০ দোকানদারকে লটারী মাধ্যমে বসানোর সুযোগ করে, মাছ বাজারের ১০ দোকানদেরকে সরকারী জায়গায় বসানোর সুয়োগ দেয় করে দেয়া হয়। এছাড়া বাজারের ২ দোকানদারকে ২ হাজার করে ৪ হাজার জমিমনা আদায় করা হয়।

অভিযানকালে পৌরসভার সচিব শিবু ভট্টাচর্য্য, নাজিরহাট পৌরসভার আহবায়ক এনামুল হক বাবুল, প্রধান সহকারী সচিব মুহাম্মদ গিয়াজ উদ্দীন রায়হান, এএস আই মিজানুর রহমান, কাউন্সির যথাক্রমে: শাহ্ নেওয়াজ সেবুল, মুহাম্মদ ইউসুফ, হোসেন শহীদ জাফর আলম, আবুল মনছুর, সৈয়দ জাহাঙ্গীর আলমসহ বাজারের ব্যবসায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।