অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

দলের ভেতরে অনুপ্রবেশকারী ঢুকেছে-মহিউদ্দিন

1
ছবি: ইমরান সোহেল।

দলের ভিতরে অনুপ্রবেশকারী ঢুকেছে মন্তব্য করে চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী বলেন, অনুপ্রবেশকারীদের বিষয়ে সজাগ থাকতে হবে। তারা দলের ভেতরে বিভেদ সৃষ্টি করে দলকে দুর্বল করার চেষ্টা করছে।

বৃহস্পতিবার চট্টগ্রামের কেন্দ্রিয় শহীদ মিনার দশম জাতীয় সংসদ নির্বাচনের ৩য় বর্ষপূর্তিতে আয়োজিত সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

সমাবেশে মহিউদ্দিন এবং আ জ ম নাছির বক্তব্য দিতে গিয়ে দলীয় লোক সমাবেশ কম হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন। চট্টগ্রামের মাত্র একজন মহিলা সংসদ সদস্য সমাবেশে উপস্থিত ছিলেন।

সমাবেশে নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন বলেন, আমরা যারা দল করছি, কে কোন পদে আছি সেটা বড় কথা নয়। সবাইকে ঐক্যবদ্ধভাবে দলের জন্য কাজ করতে হবে। অনেকে পদে আছেন অথচ দায়িত্ব পালন করেন না। দলের সভা-সমাবেশে আসেন না।

নগর আওয়ামী লীগের সহ সভাপতি খোরশেদ আলম সুজন নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, নিজের দলের দিকে তাকান। এদিক-ওদিক তাকানোর দরকার নেই। ঘরে বউ রেখে আরেকজনের দিকে তাকাবেন না। আমাদের কিছু কিছু নেতা আছেন যারা নিজের দল বাদ দিয়ে জামায়াতের দিকে তাকিয়ে থাকেন। কোনদিকে জামায়াত আছে, কিভাবে তাদের পুর্নবাসন করা যাবে সেটা চিন্তা করেন। জামায়াত বাদ দিয়ে নিজের দল নিয়ে চিন্তা করেন।

নগর আওয়ামী লীগের প্রচার সম্পাদক শফিকুল ইসলাম ফারুকের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন নগর আওয়ামী লীগের সহ সভাপতি মাহতাব উদ্দিন আহমেদ, সংসদ সদস্য সাবিহা মুসা এবং সিডিএ চেয়ারম্যান আবদুচ ছালাম প্রমুখ।

১ টি মন্তব্য
  1. HM Asraf বলেছেন

    এদের সমাবেশে ধীরে ধীরে দীলিপ বড়ুয়ার সাম্যবাদী দলের অবস্থা হবে ।