অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

বোয়ালখালী ও রাঙ্গুনিয়ায় আ’লীগ ১৮ বিএনপি ১ জন চেয়ারম্যান নির্বাচিত

0
Rangunia-UP-Election-28-May
রাঙ্গুনিয়ার সকল ইউনিয়নে নির্বাচিত আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীগণ।

চট্টগ্রামের বোয়ালখালী ও রাঙ্গুনিয়ায় ইউপি নির্বাচনে আওয়ামীলীগ ১৮ ও বিএনপি ১টিতে বিজয়ী হয়েছেন। ভোট গণনা শেষে শনিবার রাতে দুই উপজেলার রির্টানিং অফিসারদ্বয় যথাক্রমে ইলিয়াছ কামাল ও সাইফুল ইসলাম মজুমদার নির্বাচনী ফলাফল ঘোষনা করেন ।

বোয়ালখালী উপজেলার সাত ইউনিয়নের ছয়টিতে চেয়ারম্যান পদে জিতেছে আওয়ামী লীগের প্রার্থী। আর একটিতে বিএনপি ।

দিনব্যাপী দফায় দফায় সংঘাতের মধ্য দিয়ে বোয়ালখালী উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচন সম্পন্ন হয়। সংঘাতে ১০ জনগুলিবিদ্ধসহ অন্তত ২৪ জন আহত হন।

রাত পৌনে নয়টায় রিটার্নিং অফিসার ঘোষিত ফলাফলে জানা গেছে, নৌকা প্রতীকের যেসব প্রার্থী নির্বাচিত হয়েছেন তারা হলেন, বোয়ালখালীর শাকপুরা ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী আব্দুল মান্নান মোনাফ (নৌকা) প্রাপ্ত ভোট-৭২২৫, নিকটতম বিএনপি’র শওকত পেয়েছেন ৪৪৮৫ ভোট।

সারোয়াতলী ইউনিয়নে বেলাল হোসেন (নৌকা প্রতীক) প্রাপ্ত ভোট ৫৭৫০,নিকটতম বিএনপি’র নুর মোহাম্মদ (ধানের শীষ প্রতীক) ১৬০৪ ভোট।

আমুচিয়া ইউনিয়নে কাজল দে (নৌকা প্রতীক) পেয়েছেন ৩১২৬ ভোট নিকটতম স্বতন্ত্র প্রার্থী অজিৎ (আনারস প্রতীক) পেয়েছেন ২৪২২ ভোট

শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নে নৌকা প্রতীকের মো.মোকাররম (প্রাপ্ত ভোট-৮৮৩৮) নিকটতম বিএনপি’র ইকবাল পেয়েছেন ১৪০৯ ভোট।

পোপাদিয়া ইউনিয়নে এস এম জসীম উদ্দিন (নৌকা প্রতীক) প্রাপ্ত ভোট-৭৭৭৬ নিকটতম বিএনপির মেহেদি হাসান সুজন পেয়েছেন ১৮৯৭ ভোট।

চরণদ্বীপে আওয়ামীলীগের শামসুল আলম (নৌকা প্রতীক) বিএনপি’র প্রার্থী মুজিবুদ দৌলা থেকে ১৩০০ ভোটে এগিয়ে রয়েছেন। উক্ত ইউনিয়নে একটি কেন্দ্রের ফলাফল স্থগিত রয়েছে।

আহলা-কড়লডেঙ্গা ইউনিয়নে বিজয়ী হয়েছেন বিএনপি সমর্থিত ধানের শীষের প্রার্থী হামিদুল হক মন্নান (প্রাপ্ত ভোট-৪২৪১) নিকটতম আ”লীগের আবদুল ওয়াদুদ (নৌকা প্রতীক) পেয়েছেন ৩৮১৫ ভোট।

রাঙ্গুনিয়া উপজেলার ১২ ইউনিয়নের সবকটিতেই জয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থীরা।
বেসরকারী ভাবে ঘোষিত ফলাফলে ইসলামপুর ইউনিয়নে ইকবাল হোসেন চৌধুরী মিল্টন, দক্ষিণ রাজানগরে আহমদ সৈয়দ তালুকদার, লালানগর ইউনিয়নে মীর তৌহিদুল আলম কাঞ্চন, হোসনাবাদে মির্জা সেকান্দর হোসেন, পারুয়ায় জাহেদুর রহমান তালুকদার, সরফভাটায় শেখ ফরিদ উদ্দিন চৌধুরী, পোমরায় কুতুব উদ্দিন চৌধুরী এবং বেতাগিতে নূর কুতুবুল আলম নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন। এর আগে বাকি চারটি ইউনিয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগের চারজন প্রার্থী চেয়ারম্যান নির্বাচিত হন।