অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

চবিতে শুরু হয়েছে ৩ দিনের সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণ 

0
.

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) কর্মরত সাংবাদিকদের নিয়ে তিন দিনব্যাপী বুনিয়াদি সাংবাদিকতা প্রশিক্ষণ শুরু হয়েছে।

বাংলাদেশ প্রেস ইনিস্টিটিউটের আয়োজনে ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (চবিসাস) সহযোগিতায় আজ রবিবার সকাল থেকে অনুষ্ঠিত হচ্ছে এ প্রশিক্ষণ।
সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদ ডিন অফিসের কনফারেন্স কক্ষে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন অনুষ্ঠিত হয়। চলবে আগামী ১০ জানুয়ারী মঙ্গলবার পর্যন্ত।
চবি সাংবাদিক সমিতির সভাপতি আবু বকর ছিদ্দিক রাহাতের সভাপতিত্বে কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. কামরুল হুদা।
উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন আইন অনুষদের ডিন প্রফেসর ড. এবিএম আবু নোমান। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আলী আজগর চৌধুরী ও চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. কামরুল হুদা বলেন, সত্যিকার তথ্য তুলে ধরতে পারার জন্য এ প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ। সাংবাদিকতার মৌলিক দিকগুলো যদি জানা থাকে তাহলে সাংবাদিকরা জাতির কাছে তা সুন্দরভাবে উপস্থাপন করতে পারবে।
প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্য করে তিনি বলেন, এ ধরনের প্রশিক্ষণ প্রশিক্ষণার্থীদের জীবনে মাইলফলক হয়ে থাকবে। এর মাধ্যনে আগামী দিনের জন্য নিজেদের তৈরি করার সুযোগ পাবে তারা।
তিন দিনব্যাপী এ প্রশিক্ষণের সমন্বয়কারীর দায়িত্ব পালন করছেন পিআইবির সহকারী প্রশিক্ষক নাসিমূল আহসান। প্রথমদিন সাংবাদিকতার কলাকৌশল ওপর প্রশিক্ষণ প্রদান করেন বাংলাভিশনের সিনিয়র নিউজ এডিটর রুহুল আমিন রুশদ।
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ে কর্মরত বিভিন্ন সংবাদ মাধ্যমের ৩৫ জন সাংবাদিক এ প্রশিক্ষণ কর্মশালায় অংশ নিচ্ছেন।