অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে উন্নয়ন মেলার কারণে পেনশন দেয়া বন্ধ!

0
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যার্বতন উপলক্ষে উন্নয়ন মেলার নোটিশ।

২০১৬ সালের সাথে শেষ হল ডিসেম্বর মাস। ঘরে ছোট ছেলে অসুস্থ। মেঝ ছেলে ৮ মাস বয়সী কন্যা শিশু হাসপাতালে ভর্তি। ডিসেম্বর মাসের বিদ্যুৎ বিল, মুদির দোকানের বকেয়া টাকা, ঘরের সদাই পাতি ও নিজের ঔষধ প্রয়োজন বলে জানান পেনশন নিতে আসা বয়োবৃদ্ধ নাজমা বেগম।

একে তো শীতকাল স্বামীর রেখে যাওয়া পেনশনই শেষ ভরসা তাদের চিকিৎসার জন্য। আবার অনেকের সরকারি চাকুরী জীবন শেষে এ পেনশন নিয়ে চলতে হয়।

উপজেলা সদরে আসা কয়েকজন পেনশন ভোগী জানান, প্রতিমাসে ৭ তারিখ পেনশন নিতে উপজেলায় আসতে হয়। পরে আসলে ঝামেলা করে অফিসের লোকজন। বই জমা দিয়ে দিতে হয় ২০ টাকা।

বোয়ালখালী উপজেলায় চলছে উন্নয়ন মেলার আয়োজন।

রবিবার (৮জানুয়ারী) সকালে বোয়ালখালী উপজেলা হিসাব রক্ষণ অফিসে আসেন পেনশন ভোগীরা। অফিস থেকে জানানো হয়, জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যার্বতন উপলক্ষে আগামীকাল সোমবার থেকে উন্নয়ন মেলা শুরু হচ্ছেঅ মেলা নিয়ে ব্যস্ত উপজেলা প্রশাসনের কর্মকর্তারা তাই আগামী ১২ জানুয়ারীর পর আসতে। অগত্যা বিফল মনে বাড়ি ফেরা। অনেক পেনশনভোগী জানান, উপজেলায় এসেছেন টাকা ধার করে পেনশন তোলার জন্য।

এ ব্যাপারে উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা ভবানী প্রসাদ দাশগুপ্ত জানান, পেনশন দেয়া এখন বন্ধ। আগামী ৯ জানুয়ারী থেকে উন্নয়ন মেলা শুরু হবে। এছাড়া অফিসে লোকবল কম। অফিসের দেয়ালে নোটিশ টাঙিয়ে দিয়েছেন বলে নিশ্চিত করেন তিনি।