অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

সীতাকুণ্ড বিএনপি নেতা ও বিশিষ্ট মুক্তিযোদ্ধা বজলুল করিমের ইন্তেকাল

3
এ জেড এম বজলুল করিম।

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক, সীতাকুণ্ড উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি, বিশিষ্ট মুক্তিযোদ্ধা এ জেড এম বজলুল করিম ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি….রাজিউন)।

আজ ৯ জানুয়ারী রাত সাড়ে ৮ টায় সীতাকুণ্ডের ফৌজদারহাটস্থ নিজ বাসভবনে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর।

মরহুম বজলুল করীমের দুর সম্পর্কের ভাইপো ফৌজদারহাট স্কুলের শিক্ষক মোহাম্মদ রুবেল তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

বিশিস্ট এ বিএনপি নেতা দীর্ঘদিন লিভারজনি রোগে ভুগেছিলেন। তিনি উত্তর সলিমপুর আব্দুল্লাহ ঘাটা আব্দুর সবুর মোক্তার বাড়ির এডভোকেট আব্দুস সবুরের দ্বিতীয় পুত্র।

মৃত্যুকালে তিনি দুই পুত্র স্ত্রী এবং বহু আত্মীয় স্জন, রাজনৈতিক সহকর্মী রেখে গেছেন। তার মৃত্যুতে সীতাকুণ্ড বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

জানাগেছে, এ জেড এম বজলুল করিম ৭১ সালে সক্রিয় ভাবে মুক্তিযুদ্ধে অংশ গ্রহণ করেন। শহীদ প্রেসিডেন্ট জিয়ার শাসনামল এবং বিএনপির জন্মলগ্ন থেকে তিনি জাতীয়তাবাদী আদর্শের সৈনিক হিসেবে বিএনপির রাজনীতি শুরু করেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি বিএনপির রাজনীতিতে সক্রিয় ছিলেন।

তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সীতাকুণ্ড উপজেলার আহ্বায়ক তফাজ্জল আহমেদ, যুগ্ম আহ্বায়ক জহুরুল আলম জহুর, ছাত্রদলের কেন্দ্রিয় সদস্য আওরঙ্গজেব মোস্তফা, বিএনপি নেতা আনোয়ার চৌধুরী, নিজাম চৌধুরী, সলিমপুরের সাবেক চেয়ারম্যান কামাল উদ্দিন, সলিমপুর ইউনিয়নের বিএনপির সভাপতি মহিউদ্দিন, উত্তর জেলা সেচ্ছাসেবক দল নেতা মোরসালিন, খোরশেদুল আলম ও বিএনপি, ছাত্রদলসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ।

রাষ্ট্রীয় মর্যদায় মুক্তিযোদ্ধা বজলুল করিমের দাফন সম্পন্ন 

৩ মন্তব্য
  1. Khurshed Hayat Chowdhury বলেছেন

    বীর মুক্ত‌‌‌িযোদ্ধা এ জ‌‌েড এম বজলুল কর‌‌িম এর মৃত্যুত‌ে অামরা শ‌োকাহত, অাল্লাহতালা উনাক‌ে জান্নাত নস‌‌িব করুন অামীন,

  2. Yousuf Ali Yousuf Ali বলেছেন

    bojlool e asol mukijodha.

  3. মোঃআকবর হোসাইন মানিক বলেছেন

    ভাই মুক্তিযোদ্ধারা বীর হয়।