অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

‘এত উন্নয়ন বিগত কোন সরকার করেনি’

1
.

চট্টগ্রাম দক্ষিণজেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দীন আহমদ বলেছেন, আওয়ামীলীগ সরকার দেশ ও মানুষের জন্য কাজ করছে। এত উন্নয়ন বিগত কোন সরকার করেনি, করেছে নিজেদের উন্নয়ন।এ উন্নয়নের সরকারকে ক্ষমতায় রাখতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

শনিবার (১৪ জানুয়ারি) রাতে বোয়ালখালী উপজেলার কধুরখীল কো-অপারেটিভ সোসাইটি লি:এর শতবর্ষ উদযাপন উপলক্ষে আয়োজিত সমাপনী দিনের স্মৃতিচারণ, সমবায় সংগঠনকে সম্মাননা, প্রবীণ সমবায়ী সংবর্ধনা ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

তিনি আরো বলেন, এ সরকার বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছেন সঠিক পরিকল্পনায় এগিয়ে যাওয়ার মধ্য দিয়ে। তবে আশংকার কথা এ উন্নয়ন চায় না এমন লোকও কম নয়। তারা প্রতিনিয়ত ষড়যন্ত্র করছে। তাই সজাগ থাকতে হবে।

শিক্ষক মিলন কুমার চক্রবর্তীর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন, কো-অপারেটিভ পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক ব্যাংকার দীপক কুমার চৌধুরী।

সভায় ভানু ভূষণ চৌধুরী’র সঞ্চালনায় বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন,উপজেলা আওয়ামীলীগের সভাপতি নুরুল আমিন চৌধুরী, কধুরখীল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ ইদ্রিচ, সংস্কৃতি সমীক্ষক সুদর্শন চক্রবর্তী, কধুরখীল বালিকা উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি শফিউল আজম শেফু,এনসিসি ব্যাংক বোয়ালখালী শাখা ব্যবস্থাপক শহিদুল ইসলাম, প্রধান শিক্ষক শ্যামল মজুমদার, ইউপি সদস্য শংকর চন্দ, আবদুল মান্নান, কধুরখীল বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি নবজিৎ চৌধুরী রানা।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, শতবর্ষ উদযাপন পরিষদের আহবায়ক সুকৃতি রঞ্জন চক্রবর্তী, সদস্য বরুন বিশ্বাস, পরিতোষ চৌধুরী, অমলেন্দু ধর, অলক দাশগুপ্ত, মিলন দাশগুপ্ত, অজয় চৌধুরী, মৃণাল চক্রবর্তী, শিল্পী চৌধুরী, দোলন মজুমদার, পার্থ সারথি চৌধুরী, ছৈয়দুল হক, অসীম চৌধুরী কাঞ্চন, শিব প্রসাদ চক্রবতী, উজ্জ্বল চন্দ, রাজীব চক্রবর্তী,তপন চৌধুরী সিল্টু, নন্দন দত্ত, মিতা চৌধুরী, অমল চৌধুরী, সন্তোষ দে, বিধান মোহরের, মিল্টন চৌধুরী, প্রকাশ দেওয়ানজী, রনি চৌধুরী, অনির্বান চৌধুরী রাজা, এলাকা পরিচালক সুভাষ কর দেওয়ানজী, সন্তোষ কুমার চৌধুরী, উত্তম কুমার মজুমদার, কৃষ্ণা নন্দী, আবুল কাশেম, প্রবীর চৌধুরী। এছাড়া সভায় শীর্তাদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

১ টি মন্তব্য
  1. Shahed Akboer বলেছেন

    গনতন্ত্র না থাকলে উন্নয়নে রেজাল্ট পাওয়া যায় না।