অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

মিতু হত্যা: অস্ত্র মামলায় প্রথম সাক্ষ্যি দিলেন বাদি

0
.

চট্টগ্রামে সাবেক এসপি বাবুল আকতারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যার ঘটনায় অস্ত্র আইনে দায়ের হওয়া মামলায় সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে।

আজ বুধবার বিকালে চট্টগ্রাম মহানগর দায়রা জজ শাহে নুরের আদালতে অস্ত্র মামলা বাদী চট্টগ্রাম নগর পুলিশের (সিএমপি) অতিরিক্ত উপ-কমিশনার কামরুজ্জামান প্রথম সাক্ষ্য দিয়েছেন।

বাদী কামারুজ্জামান সাক্ষ্যি দেয়ার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, আমার সাক্ষ্য গ্রহণের মধ্য দিয়ে আদালতে অস্ত্র মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হলো। কামারুজ্জামান মিতু হত্যা মামলা তদন্তকারী কর্মকর্তা হিসেব দায়িত্ব পালন করছেন।

উল্লেখ্য  বছরের ৫ জুন ভোরে চট্টগ্রাম মহানগরীর ও আর নিজাম রোডে সন্তানকে স্কুল বাসে তুলে দিতে গিয়ে দুর্বৃত্তদের গুলি ও ছুরিকাঘাতে নিহত হন বাবুল আক্তারের স্ত্রী মিতু।

এ ঘটনায় হত্যা ও অস্ত্র আইনে দুটি মামলা হয়। হত্যা মামলার বাদী বাবুল আকতার এবং অস্ত্র আইনে দায়ের হওয়া মামলার বাদি পুলিশ।