অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

হরিণ শিকার করতে এসে নিজেই শিকার হল অজগরটি ! (ভিডিওসহ)

0
Batiari Bma-3
ভাটিয়ারীর জঙ্গল থেকে ধরার পর হরিণ খেকো অজগরটি

 

চট্টগ্রামের ভাটিয়ারী বাংলাদেশ মিলিটারী একাডেমি (বিএমএ)র পাহাড়ি এলাকায় জনতার হাতে আটক হয়েছে বিশাল আকারের একটি অজগর।

হরিণ শিকার করতেে এসে জনতার হাতে ধরা পড়ল মস্তবড় অজগরটি।

CTG BATIARI BMA
ভাটিয়ারী, বি.এম.এ ক্যান্টনমেন্ট এরিয়া সানসেট পয়েন্ট ডিপ লেকের ভিতরে এভাবে হরিণটিকে শ্বাসরোধ করে হত্যা করে অজগর

স্থানীয় সূত্রে জানা যায়, ভাটিয়ারী বি.এম.এ ক্যান্টনমেন্ট এরিয়া সানসেট পয়েন্ট ও ডিপ লেকের মাঝামাঝি স্থানের প্রতিদিনের মত রোববার দিবাগত রাতে দায়িত্ব পালন করছিলেন সেনা জোয়ান মোঃ জামান ও এক সিনিয়র সহকর্মী।

রাত প্রায় একটার দিকে হঠাৎ রাতের নিস্তব্দতার ভেদ করে একটি অস্বাভাবিক শব্দ শুনতে পান তারা। এতে সজাগ হয়ে পড়েন সেনা জোয়ান মোঃ জামান ও তার সঙ্গীয় সহকর্মী। তারা আলো জেলে পুরো এলাকা শব্দের উৎস্য খুঁজতে থাকেন।

Batiari Bma
আজগরটিকে আটক করার পর এভাবে সৈনিকরা জনসম্মুখে নিয়ে আসে।

সেনা কমান্ডার মোঃ জামান জানান, এক পর্যায়ে আমরা দুজন ক্যান্টনমেন্ট এরিয়া সানসেট পয়েন্ট ও ডিপ লেকের মাঝামাঝি স্থানে গিয়ে টর্চ লাইটের আলোতে দেখতে একটি বিশাল আকারের অজগর একটি হরিণকে প্যাছিয়ে রেখেছে এবং হরিণটিকে গিলে খাওয়ার চেষ্টা করছে। কিছুক্ষণ পর লাইট নিভিয়ে আবার আলো ফেলতেই দেখলাম অজগরটি আমাদের উপস্থিতি টের পেয়ে হরিণটিকে ছেড়ে দিয়ে পালানোর চেষ্টা করছে।

কিন্তু তার আগেই অজগরের তার শরীর দিয়ে প্যাচ দিয়ে হরিণটিকে হত্যা করেছে।

CTG Batiari Bma-4
হরিণটি হত্যার পরও এটি খেতে পারেনি অজগর

পরে সহকর্মীকে সহযোগিতার অনুরোধ করে অজগনকে ধরার সিদ্ধান্ত নিলাম। কমান্ডার মোঃ জামান জানান, কখনো সাপ ধরার অভিজ্ঞতা আমার নেই। কিন্তু ন্যাশনাল জিওগ্র্যাফিতে অজগর ধরা দৃশ্য দেখে আমার তা মনে পড়লে সাহস করে ড্রেনে নেমে পড়লাম এবং অন্যান্য সহকর্মীর সাহায্য একটি চটের বস্তা জোগার করে প্রায় এক ঘন্টা চেষ্টার পর অজগরটি ধরতে পেরেছি।

তিনি আরো জানান, সোমবার দুপুরে অজগরটি চট্টগ্রাম ফয়’সলেকস্থ চিডিয়াখানা কর্তৃপক্ষকে হস্তান্তর করা হয়েছে।

এ সেনা জোয়ান বলেন, বেচারা অজগর হরিণ শিকার করতে এসে নিজেই শিকার হয়ে গেলো।

ভিডিওটা দেখতে নীচে ক্লিক করুন-

http://https://www.youtube.com/watch?v=dY3swYSYYXc&feature=youtu.be