অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

ক্রীড়াঙ্গনে কোকো’র অবদান অবিস্মরণীয়-বক্কর

0
বক্তব্য রাখছেন, আবুল হাশেম বক্কর, কামরুল ইসলাম হোসাইনি, ইয়াছিন চৌধুরী লিটন ও মো. মহিউদ্দিন।

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র মরহুম আরাফাত রহমান কোকো’র দ্বিতীয় মৃত্যু বার্ষিকী উপলক্ষে আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ চট্টগ্রাম দক্ষিণ জেলার উদ্যোগে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় নগরীর নিউ মার্কেট চত্বরে দোস্ত বিল্ডিং দলীয় কার্যালয়ে সংগঠনের সভাপতি মোঃ মহিউদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহিবুল্লাহ কাসেমীর সঞ্চালনায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 আলোচনা সভা ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সাবেক পৌর মেয়র কামরুল ইসলাম হোছাইনী। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর যুবদলের সিনিয়র সহ-সভাপতি ইয়াছিন চৌধুরী লিটন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর যুবদল নেতা সাইফুর রহমান শপথ, আবু মুছা, এরশাদ হোসেন, ইকবাল হোসেন সংগ্রাম, আজাদ বাঙালি, শ্রমিকদল নেতা আবু বক্কর ছিদ্দিক, আনোয়ার হোসেন, এস.এম. আজিম, জসিম উদ্দিন, মুহাম্মদ কাশেম, যুবদল নেতা আজম খান, দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক সদস্য ওবাইদুল হক রিকু, সংগঠনের সহ-সভাপতি এম.আর মামুন, মুহাম্মদ ইদ্রিচ, সাহাবুদ্দীন মুনির, বেলাল ইসলাম, তারেকুল ইসলাম, আহমেদ উল্লাহ এন আলম, মুহাম্মদ আব্দুল আলী, এম হাশেম চৌধুরী, মোর্শেদ, নুর জামাল, ইকবাল হোসেন, মোঃ তারেক, নাজিম উদ্দিন, আব্দুল হাকিম, রজন বড়ুয়া বাবু, আরমান হোসাইন, মামুনুর রশিদ, মোঃ রুবেল, নসরুল্লাহ ইয়াছিন প্রমুখ।

সভায় আরাফাত রহমান কোকোর জীবনী নিয়ে আলোচনা কালে প্রধান অতিথির বক্তব্যে আবুল হাশেম বক্কর বলেন, বাংলাদেশের ক্রীড়া উন্নয়ন ও সামাজিক কর্মকান্ডে মরহুম আরাফাত রহমান কোকো’র অবদান ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। ১/১১’র সময় তথাকথিত সরকারের অমানষিক নির্যাতনে শিকার পঙ্গুত্ব বরণ করেন। তিনি আজ আমাদের মাঝে নেই। তিনি সবাইকে তাঁর আদর্শকে বুকে ধারণ করে সামনের দিকে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।