অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

যারা সিরাতুন্নবী মাহফিল করে তারা ওহাবী-মহিউদ্দিন চৌধুরী

13
.

চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের সভাপতি ও সাবেক সিটি মেয়র এ বি এম মহিউদ্দীন চৌধুরী বলেন, প্রিয় নবীর অনুসরণ না করলে পরিপূর্ণ মুমিন হওয়া যায় না। ঐক্যবদ্ধভাবে চললে ইমানী শক্তি বাড়বে। আমাদের সরকার ঘোষণা দিয়েছে মিলাদুন্নবী (দ.) মাহফিল হবে। যারা সিরাতুন্নবী মাহফিল করে তারা ওহাবী।

তিনি ২৬ জানুয়ারি বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম চান্দগাঁওস্থ দরবারে বারীয়ার খাজা মখদুম শাহ জুলফিকার মঞ্জিল বাগান বাড়িতে মিলাদুন্নবী মাহফিলে বক্তব্য রাখতে গিয়ে এ কথা বলেন।

তিনি আরও বলেন, সুন্নীয়ত প্রচার-প্রসারে দরবারে বারীয়া শরীফের প্রতিষ্ঠাতা শাহসুফি ছৈয়দ আবদুল বারী শাহজী’র (র.) এর অবদান স্মরণীয়। তাঁর অনুসরনে শরীয়ত তরিকতের সমন্বয়ে দ্বীন-ইসলাম প্রচারে নিরলস খেদমত করে যাচ্ছেন তারই সুযোগ্য মেজ শাহজাদা মুফতি ছৈয়দ শামসুদ্দোহা বারী (মজিআ)। ঈদে মিলাদুন্নবী (দ.) মাহফিল এক্ষেত্রে প্রশংসার দাবি রাখে।

মাহফিলে সভাপতির বক্তব্যে আল্লামা মুফতি ছৈয়দ শামছুদ্দোহা বারী (মজিআ) বলেন, সুফী সাধক, পীর আউলিয়াদের ত্যাগের বিনিময়ে এ উপমহাদেশে বিশ্ব নবীর (দ.) প্রবর্তিত ইসলাম এসেছে। প্রিয় নবীর (দ.) শুভাগমন উপলক্ষে পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) আয়োজনে বাংলাদেশে যার অবদান যুগে যুগে এদেশের সুন্নী ওলামাগণ স্মরণ করবেন তাদের মধ্যে অন্যতম হলেন হযরত মখদুম শাহ জুলফিকার আবদুল বারী শাহজী পীর (রহ) অন্যতম।

তিনি আরও বলেন, আমার পীর ও মুর্শিদ আব্বা হুজুরের প্রবর্তিত মিলাদুন্নবী (দ.) মাহফিলের জন্য আমার জীবন উৎসর্গ করেছি, আজীবন এ মাহফিল চলবে ইনশাআল্লাহ।

ঈদে মিলাদুন্নবী (দ.) উদ্যাপন কমিটির উদ্যোগে অনুষ্ঠিত মাহফিলে বিশেষ অতিথি ছিলেন, আল্লামা কাজী নূরুল ইসলাম হাশেমী,  শুকছড়ি দরবারের সাজ্জাদানশীন ছৈয়দ নাছেরুল হক চিশতি, দরবারে হাশেমীয়ার হাফেজ কাজী মহিউদ্দিন হাশেমী, ছৈয়দ নঈমুল হক চিশতী, কাজী জিয়াউদ্দিন হাশেমী, ছৈয়দ মুহাম্মদ এহছানুল হক চিশতী (মজিআ), ছৈয়দ তরীকুল্লাহ মাইজভান্ডারী, ছৈয়দ নুরুল হুদা আমীরি।

মাহফিলে ভারতের ত্রিপুরা, বৃহত্তর চট্টগ্রাম, উত্তরবঙ্গ সহ বিভিন্ন স্থান থেকে আগত হাজার হাজার ভক্ত ও মুরিদান উপস্থিত ছিলেন।

১৩ মন্তব্য
  1. Mostafa Nur বলেছেন

    আ হা রে।। আহা !! কি যে কহে কাহা।।।।

  2. Alim Uddin বলেছেন

    ভাই, মাওলানা মহিউদ্দিন লিখলে আরো বেশি মানাতো না????

  3. Projonmo Freedom বলেছেন

    মাওলানা ম‌হিউ‌দ্দিন! বাংলা‌দেশ ফ‌তোয়া বো‌র্ডের চেয়ারম্যান হ‌লেন ক‌বে থে‌কে?

  4. Salim Uddin বলেছেন

    যেদেশে মোরগ থাকেনা সেদেশে মোরগিউ ডাক দেয়

  5. Md Ruhit Chy বলেছেন

    মুফতি মহিউদ্দীন ছাহেব??

  6. Ayub Shahin বলেছেন

    ময়লানা মহিউদ্দিন…

  7. Shahed Akboer বলেছেন

    বড় হুজুরের নতুন ফতোয়া।

  8. এম ডি ইব্রাহীম ইবু বলেছেন

    হা হা হা

  9. MD Jowel বলেছেন

    তুই কি মুশরেক

  10. Saiful Insaf বলেছেন

    ওরা নবী চরিত অনুসরণ করতে আগ্রহী নয়,তাই ওরা নবী চরিত শুনতে চাই না। তাই জুলুশ,মিলাদের নামে রাস্তায় শব্দজট,যানজট শেষে গাড়ির চাকার মতো জিলাপী,মটকার মতো মিস্টি খাওয়ার ধুম……..

  11. Saleh Jongi বলেছেন

    ইতারা বলে ওয়াবী
    গর হাছে নোয়াবী !
    আল্লায় জানে-
    হন গুনাগার-
    আর হন সোয়াবী ?

  12. Mohammed Afsaruddin বলেছেন

    Nobir Surat chara to musalman kivhabe hoi?

  13. HM Asraf বলেছেন

    অজ্ঞতাপ্রসূত ভণ্ডামি!!