অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

বিএনপির নেতা আসলাম চৌধুরী ৭ দিনের রিমান্ডে

0
13221443_483450558515122_5833182596382178887_n
বিএনপি নেতা লায়ন আসলাম চৌধুরী

বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীকে রাজধানীর গুলশান থানায় দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলায় সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

মঙ্গলবার দুপুরে ১০ দিনের রিমান্ড আবেদন শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম গোলাম নবী সাত দিনের রিমান্ডের আদেশ দেন।

আইনজীবী অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া আসামি পক্ষে শুনানি করেন ।

গত বৃহস্পতিবার গুলশান থানায় আসলামের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করা হয়। ডিবির পরিদর্শক গোলাম রাব্বানী বাদী হয়ে মামলাটি করেন। মামলায় আসলামের বিরুদ্ধে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের এজেন্টের সঙ্গে হাত মিলিয়ে ‘বাংলাদেশের সরকার উৎখাত ষড়যন্ত্রের অভিযোগ’ আনা হয়েছে।

গত ২৪ মে ৫৪ ধারার মামলায় সাতদিনের রিমান্ড শেষে আসলাম চৌধুরীকে কারাগারে পাঠানো হয়। ১৬ মে আসলাম চৌধুরী এবং তার ব্যক্তিগত সহকারী মো. আসাদুজ্জামান মিয়ার সাতদিনের রিমান্ড মঞ্জুর করেছিল আদালত।

এরপর তাকে দু’টি নাশকতার মামলায় গ্রেফতার দেখানো হয়। পরে তার বিরুদ্ধে গুলশান থানায় দায়ের করা হয় রাষ্ট্রদ্রোহিতার মামলাটি।

সম্প্রতি ইসরায়েলের লিকুদ পার্টির সদস্য মেন্দি এন সাফাদির সঙ্গে আসলাম চৌধুরীর একটি ছবি গণমাধ্যমে প্রকাশিত হয়। ইসরায়েলের ওই নেতার সঙ্গে তিনি ষড়যন্ত্রমূলক বৈঠক করেছেন বলেও গণমাধ্যমে খবর প্রকাশিত হয়। এরপরই গ্রেপ্তার হন আসলাম।