অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

সাংবাদিকদের পুলিশ নির্যাতন করে না-স্বরাষ্ট্রমন্ত্রী

4
এটি ফাইল ছবি। চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়াম।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, সাংবাদিকদের পুলিশ নির্যাতন করে না। মাঝেমধ্যে ধাক্কাধাক্কি লেগে যায়, এটা স্বাভাবিক। আপনারা দুজন বন্ধু যদি একসঙ্গে চলেন ধাক্কাধাক্কি তো লেগেই যায়। এই ধরনের একটা কিছু হয়েছে।

শুক্রবার (২৭ জানুয়ারি) বিকেলে মৌলভীবাজার জেলার শমসেরনগরে শাহ তোরণের ফলক উন্মোচন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

সার্চ কমিটি বিষয়ে তিনি বলেন, আপত্তি ছাড়া বিএনপি কোনো বিষয়ই মানে না। আপত্তি করাই তাদের প্রক্রিয়া। সময়মতো তারা ঠিকই নির্বাচনে আসবে।

এর আগে শমসেরনগর এ এটি এম বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ২০০১ ব্যাচের শিক্ষার্থীরা স্বরাষ্ট্রমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান।

এ সময় তাঁর সাথে উপস্থিত ছিলেন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন, আওয়ামী লীগ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিছবাউদ্দিন সিরাজ, কেন্দ্রীয় আওয়ামী লীগ সদস্য অধ্যাপক রফিকুর রহমান।

এছাড়াও মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ শাহ জালাল, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নেছার আহমদ, সাংগঠনিক সম্পাদক মো. কামাল হোসেন, মৌলভীবাজার পৌর মেয়র ফজলুর রহমান উপস্থিত ছিলেন।

 

৪ মন্তব্য
  1. Alim Uddin বলেছেন

    Ha ha ha. Kore nA to.

  2. M Rahaman Rajib বলেছেন

    ভালোবাসার বহিঃ প্রকাশ

  3. Saleh Jongi বলেছেন

    সাংবাদিকদের যদি পায় চান্সে-
    খেদমত করে আকবরীয় পান্চে !!