অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

চট্টগ্রামে আন্তর্জাতিক কেরাত সম্মেলনে মানুষের ঢল

2
.

চট্টগ্রামের আন্দরকিল্লা শাহী জামে মসজিদ চত্বরে কুরআন-প্রেমিক মানুষের ঢল নেমেছে। দেশ-বিদেশের বিখ্যাত ও শ্রোতানন্দিত কারীদের সুললিত কণ্ঠে পবিত্র কুরআনের মধুর তিলাওয়াত শুনতে এক অপার্থিব আকর্ষণে ছুটে এসেছে দলমত, শ্রেণী-পেশা নির্বিশেষে সর্বস্তরের মানুষ।

অনুষ্ঠান শুরু হয় গতকাল (৩০ জানুয়ারি) সকাল ৯টা থেকে। আছরের নামাযের পর থেকে চট্টগ্রামের বিভিন্ন অঞ্চল থেকে আসা লোকজন শাহী জামে মসজিদ চত্বরে সুন্দর ও সুশৃঙ্খলভাবে জমায়েত হতে থাকে। বাদ মাগরিব থেকে কানায় কানায় পূর্ণ হয়ে যায় আন্দরকিল্লা শাহী জামে মসজিদের চত্বর, মসজিদের সুপরিসর বারান্দাসহ আশ-পাশের উন্মুক্ত সব জায়গা।

পিনপতন নীরবতায় মুসল্লি জনতা গভীর মনোযোগে শ্রবণ করে পবিত্র কুরআনের মধুর তিলাওয়াত। তা‘লীমুল কুরআন কমপ্লেক্স চট্টগ্রামের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত আন্তর্জাতিক কেরাত সম্মেলনে সভাপতিত্ব করেন আন্দরকিল্লা শাহী জামে মসজিদের খতিব সাইয়েদ আনওয়ার হোসাইন তাহের জাবিরী আল মাদানী।

তা‘লীমুল কুরআন কমপ্লেক্সের চেয়ারম্যান আলহাজ্ব মাওলানা হাফেজ মুহাম্মদ তৈয়্যব সাহেবের তত্ত্বাবধানে কেরাত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-১ চৌধুরী হাসান মাহমুদ হাসনী, কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, হাটহাজারী উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা নাছির উদ্দিন মুনির, চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার ইকবাল কবীর চৌধুরী ও জেলার মাহাবুবুল ইসলাম, বাংলাদেশ আওয়ামী শ্রমিক লীগের চট্টগ্রাম মহানগর সহসভাপতি কামালুদ্দিন চৌধুরী, শফি বাঙ্গালী, আলহাজ্ব মাওলানা জয়নুল আবেদীন, টেরীবাজার ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি ওসমান গণি, বর্তমান সহ সভাপতি আলহাজ্ব বেলায়েত হোসেন, চট্টগ্রাম মেট্রোপলিটন শপওনার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আহমদ হোসেন, আলহাজ্ব মাওলানা হাকিম এম.এ তাহের আরবী, আলহাজ্ব কামাল উদ্দিন তালুকদার প্রমুখ। এছাড়াও পদস্থ সরকারি-বেসরকারী গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণী-পেশার নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আন্তর্জাতিক কেরাত সম্মেলনের বাদ মাগরিব থেকে তিলাওয়াত করেন, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কারী শেখ আহমদ বাচাইউনী, মিসর, শাইখ মুহাম্মদ মুহাম্মদ আল মুরিজী, মিসর, শাইখ মুহাম্মদ আল হোসাইনী ই‘ত্বা, মিসর, শাইখ আহমদ বিন ইউসুফ আল আযহারী, বাংলাদেশ, কারী ড. আবদুল ফাত্তাহ আল কুরাইশী, মরক্কো, শেখ জাফর ফারাবী, ইরান, কারী তৈয়্যব জামাল, ভারত, শেখ ডা. আনোয়ার হোসাইন, মালয়েশিয়া।

২ মন্তব্য
  1. Shah Jahan বলেছেন

    সফল হোক

  2. M A Hannan Palash বলেছেন

    সুবহান্ আল্লাহ্ ?