অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

ডিসি হিলে জলের গানে মুগ্ধ হাজারো দর্শক শ্রোতা

0
.

নগরীর ডিসি হিলে হাজারো দর্শক-শ্রোতাদের মাতালো দেশের ভিন্ন ধারার গানের দল জলের গান। শুক্রবার সন্ধ্যায় সমাজ সমীক্ষার আমন্ত্রণে ৬ষ্ঠ লোক সংস্কৃতি উৎসবে গান করে জলের গান। বকুল ফুল, সোয়া যাও রে, তুমি আমার পাশে বন্ধু হে, এমন যদি হতো’সহ বেশ কিছু গান পরিবেশন করে দলটি।

নিজ শহরের মানুষের ভালোবাসায় অভিভূত জলের গানের সদস্য আসির রহমান। তিনি বলেন, ‘যে ভালোবাসা পেয়েছি তার তুলনায় পৃথিবীর সবচে ওজনদার বাটখারাও নিতান্তই পলকা। আজ থেকে অনেক অনেক বছর পর কখনও হয়তো ডি সি হিল এর পাশ দিয়ে হেঁটে যাবার সময় আজকের ঘটনা মনে করে শিউরে উঠবো। ভালো থাকো, থাকবেন, থাকিস আমার জন্মস্থানীয় শহরবাসী। ভালো থাকো চট্টগ্রাম।’

.

অভ্র নামের জলের গানের এক ভক্ত বলেন, ‘জলের গান’ গান গায় না, গান গাওয়ায়। শেষ হয়েও হলো না শেষ। গুণগুণ করে আওরাচ্ছি-বসিয়া থাকো, একটু বসিয়া থাকো। জলজদের জন্য আবারো প্রতীক্ষায় থাকলাম।’

সাঈদ নামের জলের গানের আরেকজন ভক্ত ফেসবুকে লিখেন, ‘জলের গান যখন গান করে স্টেজে না থেকেও মনে হয় আমি এই ব্যান্ডেরই একটা অংশ। হয় গান গাচ্ছি না হয় সুর যোগ করছি। জলের গান শুধু গায় না গাওয়ায়ও। আরো সাফল্য কামনা করি।’

অমি দেব বলেন, ‘মন ভরে গেলো, ইচ্ছে ছিল সামনে বসে গান শুনবো, ইচ্ছেটা আজ পূরণ হলো। এক কথায় অনবদ্য।’