অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

নগরীতে ক্রিকেট ষ্ট্যাম্পের আঘাতে কিশোরের মৃত্যু

1
.

চট্টগ্রাম মহানগরীর সদরঘাট থানার কলেজিয়েট স্কুল মাঠে ক্রিকেট ষ্ট্যাম্পের আঘাতে ফয়সাল (১৫) নামে কিশোরের নিহত হয়েছে। আজ রবিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটেছে।

নিহত ফয়সাল ডবলমুরিং থানার পানওয়ালাপাড়া এলাকার মোহাম্মদ শাহজাহানের পুত্র বলে পুলিশ জানায়।

সিএমপির সদরঘাট থানার সাব ইন্সপেক্টর মো. মফিজ এ খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, ক্রিকেট খেলার জন্য ষ্ট্যাম্প ছুঁড়ে মারার সময় তা গিয়ে আঘাতে করে কিশোর ফয়সালের মাথায় এবং কানের নীচের অংশে। এতে মাঠিতে লুটিয়ে পড়ে সে। পরে স্থানীয় লোকজন তাকে হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।

তিনি বলেন ষ্ট্যাম্প ছুঁড়ে মারার ঘটনা কি ইচ্ছাকৃত নাকি দুর্ঘটনাবসত হয়েছে তা আমরা তদন্ত করে দেখছি।

শুনেছি খেলাতে ফয়সালরা দুই ৩ ভাই ছিল। বাকী দুইভাইকে আমরা জিজ্ঞাসাবাদ করবো।

চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাড়ির ইনচার্জ মো. জহিরুল ইসলাম বলেন, কয়েকজন লোক সন্ধ্যা ৬টার দিকে ফয়সালকে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে। তারা বলেছে ক্রিকেট খেলাতে ব্যাটের আঘাতে ফয়সালে মৃত্যু হয়েছে। তবে কারা এর সাথে জড়িত তা বলতে পারেনি। নিহত ফয়সাল এলাকার পান দোকানী বলে জানান তারা।